বিশ্বের সবথেকে বুড়ো বিড়াল, যে এখনও জীবিত

Updated By: May 13, 2016, 05:46 PM IST
বিশ্বের সবথেকে বুড়ো বিড়াল, যে এখনও জীবিত

ওয়েব ডেস্ক: বয়স 'মাত্র' ৩০। এরই মধ্যে গিনেস বুকের রেকর্ডের দিকে অল্প অপ্ল করে এগিয়ে যাওয়া 'স্কুটার' নিদেন পক্ষে বিদেশের সফর করে ফেলেছেন ৪৫ থেকে ৫০ বার। গত ২৬ মার্চ ঘটা করে তার জন্মদিনও পালন করা হয়েছে। টেক্সাসের এই বিড়াল এখনও পর্যন্ত গোটা বিশ্বের সবথেকে বুড়ো বিড়াল, যে এখনও জীবিত। 

এক নয়, দুই নয় তিন তিনটে দশক দেখেছে রাষ্ট্রপতি রোনাল্ড রেগানের প্রশাসনের সময় জন্ম হওয়া এই বিড়াল। রাজ্য, দেশ, রাজনীতি নানান অভিসন্ধির সাক্ষ্মী এই বুড়ো বিড়াল। আদর করে ছোট থেকে বড় সবাই এই বুড়ো বিড়ালকে ডাকে 'স্কুটার' বলে। আর মাত্র ৮ বছর বেঁচে থাকলেই গিনেস বুকের রেকর্ড লিস্টে নাম উঠবে স্কুটারের। এর আগে ৩৮ বছরের জীবনকাল নিয়ে বিরল রেকর্ড করে গিনেস বুকে নাম তুলেছিল আরও এক বুড়ো বিড়াল।

.