মায়ানমারে সুকির মুখোমুখি ওবামা
একদিনের তাইল্যান্ড সফর শেষে ব্যাঙ্কক থেকে সোমবার মায়ানমার পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে তাঁর বিমান মায়ানমারের মাটি ছুঁল। ইয়ঙ্গনের রাস্তায় কমবেশী ১০ হাজার বার্মিজ মানুষ আমেরিকার জাতীয় পতাকা নেড়ে তাঁকে অভর্থনা জানাল। ইয়ঙ্গনেই নোবেল জয়ী সমাজকর্মী আনং সান সুকির সঙ্গে ব্যক্তিগত বৈঠক সাড়েন তিনি। বৈঠক শেষে আমেরিকার প্রেসিডেন্ট জানান গত কয়েক বছর ধরেই মায়ানমার প্রগতির পথে বেশ কিছুটা অগ্রসর হয়েছে। গৃহবন্দি অবস্থা থেকে সুকির মুক্তি এবং কেন্দ্রীয় নির্বাচনে এই নেত্রীর অংগশগ্রহণকে ওবামা সেই প্রগতির উদাহরণ বলে দাবি করেছেন। মায়ানমারের প্রধানমন্ত্রী থেন পেনের সঙ্গেও দেখা করেছেন ওবামা। তাঁর মায়ানমার সফরকে ঐতিহাসিক তকমা দিলেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। জানিয়েছেন তাঁর এই সফর দু`দেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করল।
একদিনের তাইল্যান্ড সফর শেষে ব্যাঙ্কক থেকে সোমবার মায়ানমার পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে তাঁর বিমান মায়ানমারের মাটি ছুঁল। ইয়ঙ্গনের রাস্তায় কমবেশী ১০ হাজার বার্মিজ মানুষ আমেরিকার জাতীয় পতাকা নেড়ে তাঁকে অভর্থনা জানাল। ইয়ঙ্গনেই নোবেল জয়ী সমাজকর্মী আনং সান সুকির সঙ্গে ব্যক্তিগত বৈঠক সাড়েন তিনি। বৈঠক শেষে আমেরিকার প্রেসিডেন্ট জানান গত কয়েক বছর ধরেই মায়ানমার প্রগতির পথে বেশ কিছুটা অগ্রসর হয়েছে। গৃহবন্দি অবস্থা থেকে সুকির মুক্তি এবং কেন্দ্রীয় নির্বাচনে এই নেত্রীর অংগশগ্রহণকে ওবামা সেই প্রগতির উদাহরণ বলে দাবি করেছেন। মায়ানমারের প্রধানমন্ত্রী থেন পেনের সঙ্গেও দেখা করেছেন ওবামা। তাঁর মায়ানমার সফরকে ঐতিহাসিক তকমা দিলেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। জানিয়েছেন তাঁর এই সফর দু`দেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করল।
এশিয়ার সঙ্গে বিশেষত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক আদান-প্রদান আরও বাড়ানোই হল ওবামার এই সফরের লক্ষ্য। তারজন্য রবিবার থেকে তিনদিনের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সফরে বেরিয়েছেন বারাক ওবামা।