India-Canada Relation: 'সব হিন্দু মোদী ভক্ত নয়', খলিস্তানপন্থীদের উপস্থিতি স্বীকার ট্রুডোর
কানাডা এবং ভারতের একটি কূটনৈতিক সম্পর্কের মাঝেই চাঞ্চল্যকর স্বীকারোক্তি করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডায় খলিস্তানপন্থীদের উপস্থিতির কথা প্রথম বার স্বীকার করলেন কানাডার প্রধানমন্ত্রী। এবং ঠিক এরপর তিনি জানান, খলিস্তানপন্থীরা কানাডায় বসবাসকারী শিখ সম্প্রদায়ের সামগ্রিক চিত্রকে তুলে ধরে না। সোমবার ওটায়ায় পার্লামেন্ট হিলে দীপাবলির একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন কানাডার প্রধানমন্ত্রী। সেখানেই এমন মন্তব্য করেন ট্রুডো।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কানাডা এবং ভারতের একটি কূটনৈতিক সম্পর্কের মাঝেই চাঞ্চল্যকর স্বীকারোক্তি করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডায় খলিস্তানপন্থীদের উপস্থিতির কথা প্রথম বার স্বীকার করলেন কানাডার প্রধানমন্ত্রী। এবং ঠিক এরপর তিনি জানান, খলিস্তানপন্থীরা কানাডায় বসবাসকারী শিখ সম্প্রদায়ের সামগ্রিক চিত্রকে তুলে ধরে না। সোমবার ওটায়ায় পার্লামেন্ট হিলে দীপাবলির একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন কানাডার প্রধানমন্ত্রী। সেখানেই এমন মন্তব্য করেন ট্রুডো।
আরও পড়ুন: Pakistan: রেল স্টেশনে ভয়ংকর বিস্ফোরণ! ২১ নিহত, ৩০-এর বেশি আহত...
সাম্প্রতিক সময়ে ভারত এবং কানাডা সম্পর্কের ক্রমে অবনতি হয়েছে। ট্রুডোর কথায়, "কানাডায় অনেক খলিস্তানপন্থী আছেন। তবে শিখ সম্প্রদায় বলতে সেটি বোঝায় না।" এবং তিনি আরও বলেন, "কানাডায় মোদী সরকারের অনেক সাপোর্টার আছেন। কিন্তু তাঁরা সবাই হিন্দুদের প্রতিনিধিত্ব করেন না।"
আরও পড়ুন: Bangladesh: হিন্দুদের উপর অত্যাচার এবার বন্ধ করতে হবে! ইউনূসের বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি মোদীর...
দিল্লির সঙ্গে কানাডায় কূটনৈতিক সম্পর্কের যে টানাপড়েন চলছে, সেটিরও একটি প্রচ্ছন্ন বার্তা উঠে এসেছে ট্রুডোর গলায়। তিনি একপ্রকার বুঝিয়ে দিলেন কানাডায় বসবাসকারী সকল হিন্দু মোদীর সরকারের সমর্থক নন। কানাডার প্রধানমন্ত্রীর এইরকম বার্তায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও টলমটল হবে বলে মনে করছেন অনেকেই। যদিও ট্রুডোর প্রশাসনের সমালোচনা করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছিলেন, কানাডা কোনরকম প্রমাণ ছাড়াই অভিযোগ তুলছে। ভারতীয় কূটনীতিকদের গতিবিধির উপর রাখা হচ্ছে নজর বলেও অভিযোগ জয়শঙ্করের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)