নতুন বছরে উত্তর কোরিয়াবাসী অমলের মতোই পেলেন 'রাজার চিঠি'

নতুন বছরে দেশবাসীকে চিঠি লিখলেন কিম জন উন।

Updated By: Jan 1, 2021, 07:14 PM IST
নতুন বছরে উত্তর কোরিয়াবাসী অমলের মতোই পেলেন 'রাজার চিঠি'

নিজস্ব প্রতিবেদন: প্রজাদের চিঠি লিখলেন রাজা। নতুন বছরে দেশবাসীকে চিঠি লিখলেন কিম জন। চিঠিতে কিম বলেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে নতুন বছরেও কঠোর পরিশ্রম করবেন তিনি।

একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার মারফত জানা গিয়েছে, দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'কেসিএনএ' (Korean Central News Agency)শুক্রবার কিমের এই চিঠি লেখার খবরটি জানিয়েছে।

কঠিন সময়েও উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রতি বিশ্বস্ত থাকার পাশাপাশি সেই দলকে সমর্থনের জন্য দেশটির জনগণকে চিঠিতে ধন্যবাদ জানিয়েছেন কিম জং-উন। তিনি লিখেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা যাতে পূরণ হয়, সে জন্য দেশে নতুন যুগ নিয়ে আসতে নতুন বছরেও তিনি কঠোর পরিশ্রম করবেন।

করোনার সংক্রমণ ঠেকাতে উত্তর কোরিয়া নিজেদের সীমান্ত বন্ধ করে দেওয়া-সহ নানা কঠোর পদক্ষেপ নিয়েছে। ফলে দেশটির অর্থনীতিতেও চাপ পড়েছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই চাইছে দেশটি। এই প্রেক্ষিতে স্বয়ং প্রেসিডেন্টের চিঠি পেয়ে আশায় তাই বুক বাঁধছেন দেশবাসী। 

Also Read: ফাইজারের টিকাকেই জরুরি পরিস্থিতিতে ব্যবহারের বৈধতা দিল 'হু'

.