চিকিৎসা বিজ্ঞানে নোবেল জন গার্ডন এবং শিনইয়া ইয়ামানাকার

স্টেম সেল নিয়ে গবেষণায় বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার পেতে চলেছেন দুই বিজ্ঞানী। নোবেল কমিটি জানিয়েছে, ২০১২ সালে চিকিত্‍সাবিজ্ঞানে নোবেল পাচ্ছেন ব্রিটেনের জন গার্ডন এবং জাপানের শিনইয়া ইয়ামাকা। কোনও একটি স্পেশালাইজড সেলকে স্টেম সেলে রূপান্তরিত করার পরীক্ষায় সাফল্য পেয়েছেন এই দুই বিজ্ঞানী।

Updated By: Oct 8, 2012, 05:28 PM IST

স্টেম সেল নিয়ে গবেষণায় বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার পেতে চলেছেন দুই বিজ্ঞানী। নোবেল কমিটি জানিয়েছে, ২০১২ সালে চিকিত্‍সাবিজ্ঞানে নোবেল পাচ্ছেন ব্রিটেনের জন গার্ডন এবং জাপানের শিনইয়া ইয়ামাকা। কোনও একটি স্পেশালাইজড সেলকে স্টেম সেলে রূপান্তরিত করার পরীক্ষায় সাফল্য পেয়েছেন এই দুই বিজ্ঞানী।
জন গার্ডন ব্যাঙের অন্ত্র থেকে ডিএনএ-র অংশ নিয়ে তা ব্যাঙের ডিম্বানুতে প্রতিস্থাপন করেন। ইয়ামানাকা তাঁর গবেষণায় প্রমাণ করেন ইঁদুরের কোন বিশেষ কোষে চারটি জিন প্রতিস্থাপিত করে তাকে স্টেম সেলে রূপান্তরিত করা যায়। পরবর্তী সময়ে সেই স্টেম সেল অন্য কোষেও পরিণত হতে পারে। নোবেল পুরস্কারের জন্য জন গার্ডন ও শিনইয়া ইয়ামানাকার নাম ঘোষণা করে নোবেল কমিটির বক্তব্য এই দুই বিজ্ঞানীর গবেষণা বিজ্ঞানের জগতে বিপ্লব এনে দিয়েছে।

.