নোবেল শান্তি পুরস্কারটা আমারই পাওয়া উচিত ছিল: বাসার আল আসাদ

`নোবেল শান্তি পুরস্কারটা আমারই পাওয়া উচিত ছিল` ঘোষণা করলেন সিরিয়ার বহু বিতর্কিত প্রেসিডেন্ট বাসার আল আসাদ। যদিও তাঁর দাবি কথাটা তিনি নিছকই মজা করে বলেছেন। প্রসঙ্গত, চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পাচ্ছে `অরগানাইগেশন ফর প্রহিবেশন অফ কেমিক্যাল উইপেনস` (ওপিসিডব্লু)।

Updated By: Oct 15, 2013, 12:10 PM IST

`নোবেল শান্তি পুরস্কারটা আমারই পাওয়া উচিত ছিল` ঘোষণা করলেন সিরিয়ার বহু বিতর্কিত প্রেসিডেন্ট বাসার আল আসাদ। যদিও তাঁর দাবি কথাটা তিনি নিছকই মজা করে বলেছেন। প্রসঙ্গত, চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পাচ্ছে `অরগানাইগেশন ফর প্রহিবেশন অফ কেমিক্যাল উইপেনস` (ওপিসিডব্লু)।
গত সপ্তাহের শুক্রবার `রাসয়ানিক অস্ত্র মুক্ত পৃথিবী তৈরি করতে ওপিসিডব্লু-এর ঐকান্তিক চেষ্টা` -এর জন্য নরওয়ের নোবেল কমিটি এই সংস্থাকে এই বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য বেছে নিয়েছে। যদিও নোবেল কমিটির এই সিদ্ধান্ত নিয়ে জোড় বিতর্ক চলছে বিশ্ব জুড়ে।
ওপিডব্লু-এর ১৯০তম সদস্য হিসাবে সম্প্রতি নাম নথিভুক্ত করেছে সিরিয়া। পৃথিবীর প্রায় ৯৮% মানুষ ওপিডব্লু সদস্য দেশ গুলির বাসিন্দা।

.