পদার্থবিদ্যায় নোবেল
ব্রহ্মাণ্ডের আয়তন ক্রমবর্ধমান। এই আয়তন শুধু যে বাড়ছে তা-ই নয়, বেশ দ্রুততার সঙ্গেই বাড়ছে। যুগান্তকারী এই গবেষণার জন্য এ বার পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী স্যল পার্লমুটার, অ্যাডাম রিস এবং অস্ট্রেলিয়ার ব্রায়ান স্মিট।
Updated By: Oct 4, 2011, 07:01 PM IST
ব্রহ্মাণ্ডের আয়তন ক্রমবর্ধমান। এই আয়তন শুধু যে বাড়ছে তা-ই নয়, বেশ দ্রুততার সঙ্গেই বাড়ছে। যুগান্তকারী এই গবেষণার জন্য এ বার পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী স্যল পার্লমুটার, অ্যাডাম রিস এবং অস্ট্রেলিয়ার ব্রায়ান স্মিট। টাইপ-ওয়ান সুপারনোভা পর্যবেক্ষণ করে এই তিন বিজ্ঞানী মহাজাগতিক পদার্থসমূহকে আগের চেয়ে দ্রুত গতিতে স্থান পরিবর্তন করতে দেখেছেন। এই পর্যবেক্ষণ থেকেই তাঁদের ধারণা, দ্রুতগতিতে আয়তন বৃদ্ধি পাচ্ছে ব্রহ্মাণ্ডের।