সিয়াচেন থেকে একতরফা সেনা প্রত্যাহারে নারাজ পাকিস্তান

ভারতের সঙ্গে সব ইস্যুতে আলোচনা করতে রাজি পাকিস্তান। কিন্তু সিয়াচেন থেকে কখনওই একতরফা ভাবে সেনা প্রত্যাহার করা হবে না। লাহোরে একটি সভায় এমনই মন্তব্য করলেন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

Updated By: Apr 21, 2012, 04:04 PM IST

ভারতের সঙ্গে সব ইস্যুতে আলোচনা করতে রাজি পাকিস্তান। কিন্তু সিয়াচেন থেকে কখনওই একতরফা ভাবে সেনা প্রত্যাহার করা হবে না। লাহোরে একটি সভায় এমনই মন্তব্য করলেন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।
জারদারি বলেন, ``আমরা জানি সিয়াচেনের দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অন্যান্য অনেক অসুবিধা রয়েছে। কিন্তু সিয়াচেনে ভারত তার সেনাসংখ্যা কমাতে সম্মত হলে তবেই পাকিস্তান সেই পথে হাঁটবে। দু`দেশকেই যৌথ ভাবে সেনা প্রত্যাহার করতে হবে।`` দু`সপ্তাহ আগেই সিয়াচেনের পাকিস্তান নিয়ন্ত্রিত অংশে তুষারধসে শতাধিক পাক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। এরপরেও সিয়াচেনের প্রতিকুল আবহাওয়ায় সেনা জওয়ানদের মোতায়েন রাখা কতটা যুক্তিপূর্ণ তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাক প্রেসিডেন্ট জানিয়েছেন, সিয়াচেন থেকে সেনা প্রত্যাহার নিয়ে নয়াদিল্লির সঙ্গে কথা বলবে ইসলামাবাদ।    

.