‘আজাদিই নেই আজাদ কাশ্মীরে, মুক্তি চান মানুষ’, ইমরান সরকারের বিরুদ্ধে সরব পাক সমাজকর্মী
হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট অনুযায়ী, গ্রেফতারের পর সমাজকর্মীদের উধাও হয়ে যাওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে
নিজস্ব প্রতিবেদন: কেমন আছে পাক অধিকৃত কাশ্মীর? বেরিয়ে এক এক পাক সামজকর্মীর মুখ থেকেই।
পাক অধিকৃত কাশ্মীর ও বালোচিস্তানে পাক সেনা যে নারকীয় অত্যাচর চালায় তা বিদেশের মাটিতে ফলাও করে প্রচার করেন সেখানকার লোকজন। এবার এনিয়ে সরব হলেন পাক অধিকৃত কাশ্মীরের সমাজকর্মী সাব্বির চৌধুরি।
Shabbir Choudhary,PoK activist: It is called Azad Kashmir but there is no Azadi there, situation is getting from bad to worse, especially with the diversion of rivers.They are creating enormous problems for the locals and people may be forced to migrate in the near future. pic.twitter.com/j9Uzomta2T
— ANI (@ANI) June 23, 2019
আরও পড়ুন-রবিবার ভোর থেকে গুলির লড়াই সোপিয়ানে! পুলিসের গুলিতে খতম ৪ জঙ্গি
পাক অধিকৃত কাশ্মীরে মানুষের ওপরে অত্যাচার প্রসঙ্গে সাব্বির চৌধুরি বলেন, পাক সরকারের হাতে থেকে মুক্তি চায় পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিটের মানুষ। আজাদ কাশ্মীরে কোনও আজাদিই নেই মানুষের। এই অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে।
পাক সরকারের অত্যাচারের কথা প্রসঙ্গে সাব্বির চৌধুরি বলেন, নদীর গতিপথ বদলে দেওয়া হচ্ছে। এতে চরম বিপদে পড়ছেন এলাকার মানুষজন। ভিটেছাড়া হচ্ছেন হাজার হাজার মানুষ। এখানে মানুষের কথা বলার অধিকার নেই, জমায়েত করতে পারেন না। কোনও দাবির কথা বলতে পারেন না।
আরও পড়ুন-সরকারি প্রকল্পে বাড়ি তৈরিতে ১০ হাজার টাকা কাটমানি! স্বীকার ২ তৃণমূল নেতার
পাকিস্তানে হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট অনুযায়ী, প্রতিনিয়ত গ্রেফতার করে হেনস্থা করা হয় পাক অধিকৃত কাশ্মীরের মানুষকে। গ্রেফতারের পর সমাজকর্মীদের উধাও হয়ে যাওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে।