রাষ্ট্রসংঘে আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রদূত ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি

ট্রাম্প-মোদী কথোপকথনের দিনই মার্কিন ক্যাবিনেটে জায়গা পাকা হয়ে গেল এক ভারতীয় বংশোদ্ভূতের। রাষ্ট্রসংঘে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে নিকি হ্যালির নামে সিলমোহর দিল মার্কিন সেনেট। ওয়াশিংটন প্রশাসনে ক্যাবিনেট পদমর্যাদা পাওয়া তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত। মঙ্গলবার রাষ্ট্রদূত হিসেবে নিকি হ্যালির নাম সেনেটে 96 – 4 ভোটে গৃহীত হয়েছে। বর্তমানে নিকি হ্যালি সাউথ ক্যারোলিনার গভর্নর। একসময় ট্রাম্পের ঘোরতর বিরোধী নিকিকে গত নভেম্বরেই ট্রাম প্রশাসনের সংখ্যালঘু মুখ হিসেবে নির্বাচিত করা হয়েছিল।

Updated By: Jan 25, 2017, 10:29 AM IST
রাষ্ট্রসংঘে আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রদূত ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি

ওয়েব ডেস্ক: ট্রাম্প-মোদী কথোপকথনের দিনই মার্কিন ক্যাবিনেটে জায়গা পাকা হয়ে গেল এক ভারতীয় বংশোদ্ভূতের। রাষ্ট্রসংঘে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে নিকি হ্যালির নামে সিলমোহর দিল মার্কিন সেনেট। ওয়াশিংটন প্রশাসনে ক্যাবিনেট পদমর্যাদা পাওয়া তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত। মঙ্গলবার রাষ্ট্রদূত হিসেবে নিকি হ্যালির নাম সেনেটে 96 – 4 ভোটে গৃহীত হয়েছে। বর্তমানে নিকি হ্যালি সাউথ ক্যারোলিনার গভর্নর। একসময় ট্রাম্পের ঘোরতর বিরোধী নিকিকে গত নভেম্বরেই ট্রাম প্রশাসনের সংখ্যালঘু মুখ হিসেবে নির্বাচিত করা হয়েছিল।

আরও পড়ুন- "সাংবাদিকরাই এই দুনিয়ার সবচেয়ে অসত্ মানুষ" : ডোনাল্ড ট্রাম্প

এদিকে, নরেন্দ্র মোদীকে আমেরিকায় আমন্ত্রণ জানান ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ প্রধানমন্ত্রীকে ফোন করেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তখনই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সামরিক এবং অর্থনৈতিক সহ বিভিন্ন বিষয়ে কথা হয়।

.