এবার আর ভুল হবে না, মালালাকে তালিবানি হুমকি

এ নিয়ে মালালা নিজেও সরব।

Updated By: Feb 19, 2021, 03:04 PM IST
এবার আর ভুল হবে না, মালালাকে তালিবানি হুমকি

নিজস্ব প্রতিবেদন: অনেক দিন বন্ধ ছিল। এবার আবারও হুমকির মুখোমুখি মালালা ইউসুফজাই।

মালালার উপর হামলায় দোষী সাব্যস্ত পাকিস্তানি তালিবান জঙ্গি  (A Pakistani Taliban militant) এহসানউল্লা এহসানের (Ehsanullah Ehsan) নামে তৈরি একটি টুইটার হ্যান্ডল (Twitter) থেকে হুমকি এসেছে। সেখানে রীতিমতো আক্রোশের সঙ্গে মালালাকে উদ্দেশ্য করে বলা হয়েছে-- আগের বার বেঁচে গিয়েছিলে, এ বার আর কোনও ভুল হবে না।

আরও পড়ুন: উটের ছানা চুরি করে উপহার বান্ধবীকে

বিশ্ব জুড়ে নারীর ক্ষমতায়নের বিশেষ মুখ নোবেলজয়ী মালালা (Nobel Laureate Malala Yousafzai)। প্রতিবাদের মুখ। নারী-শিক্ষা আন্দোলনেরও অন্যতম মুখ তিনি। সেই তাঁকে আবারও জঙ্গি আক্রোশের মুখে পড়তে হল।

এর ফলে আন্তর্জাতিক মহলে প্রশ্নের মুখে পাকিস্তান সরকার। সমালোচিত ইমরান খানও (Prime Minister Imran Khan)। এক অপরাধী কী ভাবে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এবং হুমকি দিচ্ছে, তা নিয়ে মালালা নিজেও সরব হয়েছেন।

আরও পড়ুন: নাইজেরিয়ায় স্কুলে ঢুকে শতাধিক পড়ুয়াকে অপহরণ দুষ্কৃতীদের, গুলিবিদ্ধ মৃত ১

.