নিউজিল্যান্ডের পার্লামেন্টে শিশুকে দুধ খাওয়াতে খাওয়াতেই অধিবেশন সামলালেন স্পিকার!
পার্লামেন্টের স্পিকারকে একই সঙ্গে দু’টি গুরুদায়িত্ব সামলাতে দেখা গিয়েছে...
নিজস্ব প্রতিবেদন: পার্লামেন্টে তখন অধিবেশন চলছে। কিন্তু স্পিকার ব্যস্ত একটি শিশুকে বোতল থেকে দুধ খাওয়াতে। তবে সেই সঙ্গেই মন দিয়ে শুনছেন সাংসদদের বক্তব্য।
এমনই অদ্ভুত দৃশ্য ধরা পড়েছে নিউজিল্যান্ডের পার্লামেন্টে। নিউজিল্যান্ডের পার্লামেন্টের স্পিকার ট্রেভর ম্যালার্ড একই সঙ্গে দু’টি গুরুদায়িত্ব সামলাতে দেখা গিয়েছে। বুধবার নিজেই এই ছবি টুইটারে পোস্ট করেছেন ট্রেভর ম্যালার্ড। তাঁর পোস্টে থেকে জানা গিয়েছে, ম্যালার্ডের কোলে যে শিশুটিকে দেখা গিয়েছে সে নিউজিল্যান্ডের সাংসদ তামাতি কফির মাস দেড়েকের ছেলে। জানা গিয়েছে, বুধবারই নিজের পিতৃত্বকালীন ছুটি সেরে সন্তানকে সঙ্গে নিয়েই পার্লামেন্টে আসেন তামাতি। তাই তামাতিকে সাহায্য করতে অধিবেশন চলাকালীন স্পিকারের পাশাপাশি ‘বেবি সিটার’-এর ভূমিকায় অবতীর্ণ হন ম্যালার্ড।
Normally the Speaker’s chair is only used by Presiding Officers but today a VIP took the chair with me. Congratulations @tamaticoffey and Tim on the newest member of your family. pic.twitter.com/47ViKHsKkA
— Trevor Mallard (@SpeakerTrevor) August 21, 2019
আরও পড়ুন: জাপানেও যান্ত্রিক ত্রুটি! দরজা খোলা রেখেই ২৮০ কিলোমিটার বেগে ছুটল বুলেট ট্রেন!
পিতৃত্বকালীন ছুটি সেরে ফেরা তামাতি জানান, অধিবেশনে যোগদানের পর থেকে হাউজের প্রত্যেক সহকর্মীর থেকে তিনি যে ভাবে সাহায্য পেয়েছেন তাতে তিনি আপ্লুত। দুধের শিশুকে সঙ্গে নিয়ে পার্লামেন্টে যোগদানের ক্ষেত্রে তামাতি কফি অবশ্য প্রথম রাজনৈতিক ব্যক্তিত্ব নন। গত বছর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সভায় সন্তানকে কোলে নিয়েই বক্তব্য পেশ করে তাক লাগিয়ে দেন সকলকে।