কোভিডের এক নতুন varient-র সন্ধান মিলল ব্রিটেনে, জারি হচ্ছে Tier 3 সতর্কতা

লন্ডনে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২,০১,০০০ জন। মৃত্যু হয়েছে ৭,০০০ জনের  

Updated By: Dec 14, 2020, 10:58 PM IST
কোভিডের এক নতুন varient-র সন্ধান মিলল ব্রিটেনে, জারি হচ্ছে Tier 3 সতর্কতা

নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ ইংল্যান্ডে করোনা ভাইরাসের একন নতুন প্রজাতির খোঁজ পেলেন বিজ্ঞানীরা। কোভিড-১৯ এর থেকে অনেক দ্রুত ওই ভাইরাস ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক জানিয়েছেন, সম্প্রতি লন্ডনে দ্রুত করোনা সংক্রমণ বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। দেখা মিলছে করোনার নতুন এক প্রজাতির। এনিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে লন্ডনে।

আরও পড়ুন-অচিরেই কলকাতা থেকে সরাসরি দিল্লিগামী বিমান  সপ্তাহে প্রত্যেকদিনই!

বুধবার থেকে ব্রিটেনে চালু হচ্ছে Tier 3 অ্যালার্ট। এর ফলে বন্ধ হচ্ছে পাব, রেস্টুরেন্ট ও অন্যান্য বিনোদনের জায়গা। ম্য়াট হ্যানককের দাবি, এই ধরেনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল। শুধুমাত্র মানুষকে সংক্রমণ থেকে বাঁচানোর জন্যই নয় বরং আমরা দেখেছি আগে থেকে ব্যবস্থা নিলে বড় সমস্যা থেকে বাঁচা যায়।

বর্তমানে ব্রিটেনে চলছে Tier 2 সতর্কতা।  এর অর্থ অত্যাবশ্যকীয় নয় এমন দোকান ও পরিষেবা চালু রাখা যাবে। আর Tier 3 মানে অতি সতর্কতা জারি।

আরও পড়ুন-'সবটা মিথ্যে, ১ শতাংশ কাজ,' তৃণমূলের রিপোর্ট কার্ডের পাল্টা বিজেপির ফেল কার্ড!

লন্ডনে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে শহরের মেয়র সাদিক খান বলেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এক্ষেত্রে পাব, রেস্চুরেন্টগুলি অত্যন্ত বিপদজনক হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, লন্ডনে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২,০১,০০০ জন। মৃত্যু হয়েছে ৭,০০০ জনের।

.