New Dinosaur Species: প্রায় ৭ কোটি বছর আগে ব্রাজিলে ঘুরে বেড়াত এরা

অচিরেই মিউজিয়মে প্রদর্শিত হবে এই ডাইনোসরের মডেল।

Updated By: Oct 3, 2021, 03:54 PM IST
New Dinosaur Species: প্রায় ৭ কোটি বছর আগে ব্রাজিলে ঘুরে বেড়াত এরা

নিজস্ব প্রতিবেদন: বিজ্ঞানীরা ডাইনোসরের এক নতুন প্রজাতি আবিষ্কার করলেন। ব্রাজিল থেকে এই ফসিলটি আবিষ্কার করে বিজ্ঞানীরা জানাচ্ছেন, ডাইনোসরের এই প্রজাতিটি ৭ কোটি বছর আগে দক্ষিণপূর্ব আমেরিকায় ঘুরে বেড়াত।

পেলিওঅন্টোলজির একটি দল এই নতুন জীবাশ্ম আবিষ্কার করে আপ্লুত। ব্রাজিলের মন্টে অল্টো এলাকা থেকে প্রাপ্ত এই জীবাশ্ম ডাইনোসর চর্চায় নতুন দিগন্ত খুলে দিয়েছে। প্রসঙ্গত ভৌগোলিক ভাবে এই অঞ্চল বরাবরই ডাইনোসর চর্চায় নতুন নতুন গবেষণার দরজা খুলে দিয়েছে। জুগিয়েছে নানা রসদ।

আরও পড়ুন: Qatar: এই প্রথম আইনসভার নির্বাচন অনুষ্ঠিত কাতারে, অংশগ্রহণ করছেন মহিলারাও

এই ডাইনোসর প্রজাতির নাম 'কুরুপি ইটাটা'। গবেষণার নেতৃত্বে যিনি আছেন তিনি জানান, এই 'কুরুপি ইটাটা' চতুষ্পদ ডাইনোসর, এর দৈর্ঘ ১৬ ফুট। পরীক্ষায় জানা গিয়েছে, এই ধরনের ডাইনোসরের পেশি ও হাড়ের সংস্থান থেকে বোঝা যাচ্ছে, এরা ভালরকম দৌড়ত।

সংবাদসূত্রে জানা গিয়েছে-- অচিরেই Monte Alto's Museum of Paleontology-তে এই Kurupi Itaata-র মডেল প্রদর্শিত হবে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: আমিই ভারতের Covishield টিকা নিয়েছি, বললেন রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার সভাপতি

.