৫৯ বছর বয়সে প্রয়াত হলেন নেলসন মেন্ডেলার কন্যা জিন্দজি মেন্ডেলা
রবিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক খবর মিলেছে।
নিজস্ব প্রতিবেদন: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলার কন্যা জিন্দজি মেন্ডেলা। মাত্র ৫৯ বছরেই তাঁর জীবনাবসান। এমনটাই খবর মিলেছে সে দেশের স্থানীয় সংবাদমাধ্যম মারফত। যদিও তাঁর মৃত্যুর কারণ এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।
বর্তমানে তিনি ডেনমার্কে দক্ষিণ আফ্রিকার দূত হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি ছিলেন নেলসন মেন্ডেলার ষষ্ঠ এবং কনিষ্ঠ কন্যা। তাঁর মা ছিলেন উইনি মদিকিজেলা মেন্ডেলা।
The giant tree has fallen, the daughter of the soil @ZindziMandela is no more and may your soul Rest In Peace Zindziswa Mandela #RIPZindziMandelapic.twitter.com/tq7iYth8YZ
— Mzilikazi wa Afrika (@IamMzilikazi) July 13, 2020
আরও পড়ুন:দেড় হাজার বছরের পুরনো ঐতিহ্যশালী জাদুঘর হয়ে গেল মসজিদ! সমালোচনার মুখে সরকার
রবিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক খবর মিলেছে। ইতিমধ্যেই তাঁর ছেলে বাম্বাথা সোশ্যাল মিডিয়ায় মায়ের ছবি পোস্ট করে লিখেছেন, "স্লিপ ইন পিস ম্যাডাম।"