গাড়ি-বোমা বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল! আহত কমপক্ষে ৯৫
আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তালিবান এই হামলার দায় স্বীকার করেছে।
নিজস্ব প্রতিবেদন: আফগানিস্তানে ফের সক্রিয় হচ্ছে তালিবান। ফের একবার গাড়ি-বোমা বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। জানা গিয়েছে, বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কাবুল পুলিশ হেডকোয়ার্টারের সামনে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বুধবার স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ কাবুল পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ঢুকে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী জঙ্গি। এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, পুলিশ হেডকোয়ার্টার সংলগ্ন দোকানগুলিও মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। জানা গিয়েছে, এই বিস্ফোরণে কমপক্ষে ৯৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তালিবান এই হামলার দায় স্বীকার করেছে।
Taliban claimed responsibility for the car bomb explosion that targeted a police headquarters in the west of Kabul today. At least 95 people were wounded in the blast: TOLOnews #Afghanistan pic.twitter.com/TNbDutnKxT
— ANI (@ANI) August 7, 2019
আরও পড়ুন: কাশ্মীরে ৩৭০ ধারা রদের পরই হাফিজ় সঈদকে মুক্তি দিল পাকিস্তান
এর আগে ২৭ জুলাই কাক-ভোরে (স্থানীয় সময় ভোর ৪টে ৩০ মিনিট নাগাদ) গজনি প্রদেশে একই কায়দায় বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হামলা চালায় তালিবানের এক আত্মঘাতী জঙ্গি। সে দিনের হামলায় প্রাণ হারান ৪ জন। জেলা পুলিসের সদর দফতরে হামলা চালানোর উদ্দেশ্যেই ওই গাড়ি-বোমা বিস্ফোরণ ঘটানো হয়।