NASA-র চন্দ্রাভিযানে সামিল ভারতীয় বংশোদ্ভূত রাজা চারি
Iowa-র বাসিন্দা রাজা চারি ছিলেন মার্কিন বায়ু সেনার কর্ণেল। সেখান থেকেই নাসায় যোগদান এই অ্যাস্ট্রনমিক্যাল ইঞ্জিনিয়ারের
নিজস্ব প্রতিবেদন: কল্পনা চাওলা, সুনীতা উইলিয়ামসের পর এবার রাজা চারি। মার্কিন যুক্তরাষ্ট্রের চন্দ্রাভিযানে সামিল ভারতীয় বংশোদ্ভূত এই অ্যাস্ট্রনমিক্যাল ইঞ্জিনিয়ার।
আরও পড়ুন-রিপোর্টকার্ড- খেলতে চাও? বলো কবে খেলবে: মমতা; ১০-০ গোলে হারাব: অভিষেক
মার্কিন যুক্তরাষ্ট্রের Artemis মুন ল্যান্ডিং প্রোগ্রামে পাঠানোর জন্য এবার ১৮ মাহাকাশচারীকে বেছে নিয়েছে NASA। তাদের মধ্যে রয়েছে রাজাও। রয়েছেন কয়েকজন মহিলাও। এদের প্রশিক্ষণ দেওয়া শুরু করবে নাসা।
"My fellow Americans, I give you the heroes of the future who'll carry us back to the Moon and beyond - the Artemis generation." - @VP Pence introduces the #Artemis team of 18 @NASA_Astronauts, including 5 attending the Space Council, who'll prepare us for missions to the Moon. pic.twitter.com/NyocHHlf2v
— Moonbound with #Artemis (@NASA) December 9, 2020
২০১৭ সালে অ্যাস্ট্রনট কর্পে যোগ দেন রাজা। ১৮ হাজার প্রার্থীর মধ্যে থেকে বাছাই করা হয় তাঁকে। Iowa-র বাসিন্দা রাজা চারি ছিলেন মার্কিন বায়ু সেনার কর্ণেল। সেখান থেকেই নাসায় যোগদান এই অ্যাস্ট্রনমিক্যাল ইঞ্জিনিয়ারের।
বুধবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস ওই ১৮ মহাকাশচারীকে দেশবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। বলেন, 'ভবিষ্যতের এইসব হিরোদের আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। এরাই আমাদের ফের চাঁদে নিয়ে যাবেন।'
আরও পড়ুন-রবির জন্মস্থান বিতর্ক: বুকে পোস্টার নিন, বিশ্বকবি আমরা লজ্জিত, ডাক Mamata-র
২০২৪ সাল নাগাদ চাঁদে পাড়ি দেবেন নাসার নভঃশ্চররা। এখন যে ১৮ জনকে বেছে নেওয়া হয়েছে তাদের অনেকেরই মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে। কেট রুবিন্স ও ভিক্টর গ্রোভার নামে দুই মহাকাশচারী বর্তমানে রয়েছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে।