এবার এক কৃষ্ণাঙ্গ পা রাখবে চাঁদে, নিয়ে যাচ্ছে NASA

আর্টেমিস প্রোগ্রামের আওতায় নাসা এক মহিলাকেও চাঁদে নিয়ে যাওয়ার কথা ভাবছে।

Updated By: Apr 11, 2021, 04:53 PM IST
এবার এক কৃষ্ণাঙ্গ পা রাখবে চাঁদে, নিয়ে যাচ্ছে NASA

নিজস্ব প্রতিবেদন: নাসা ঘোষণা করেছে, তারা এক অশ্বেতাঙ্গ মানুষকে চাঁদের মাটিতে নিয়ে যাবে।

NASA-র Acting Administrator Steve Jurczyk সম্প্রতি এ কথা জানিয়েছেন। প্রেসিডেন্ট জো বাইডেনের (joe biden) প্রশাসন আগামী বছরের বিশেষ খাতে খরচ নিয়ে একটা আলোচনায় বসেছিল। সেখানে মঙ্গল থেকে নমুনা সংগ্রহ, জলবায়ু বিজ্ঞান ইত্য়াদির ক্ষেত্রে খরচের আলোচনা করা হয়।

আরও পড়ুন: অচিরেই পৃথিবীর গা ঘেঁষে ছুটে যাবে ফুটবল মাঠের আকারের এক গ্রহাণু!

তখনই নাসার (NASA) সূত্রে জানা যায়, আর্টেমিস প্রোগ্রামের (Artemis program) আওতায় তারা এই প্রথম এক কৃষ্ণাঙ্গ মানুষ এবং এক মহিলাকে চাঁদে নিয়ে যাওয়ার কথা ভাবছে।

Artemis বিষয়টিকে এই ভাবে ব্যাখ্যা করছে-- 'next man and the first woman' on the moon।

প্রসঙ্গত, ট্রাম্প (Donald Trump) প্রশাসন নাসার ক্ষেত্রে যে পরিকল্পনা করে গিয়েছে বা যে খরচ বরাদ্দ করেছে তার কতটা বাইডেন প্রশাসনও অনুমোদন করবে তার অবশ্য কোনও দিশা এখনও পাওয়া যায়নি।  

আরও পড়ুন: মিশরে মাটির তলায় ৩০০০ বছরের শহর!

.