নতুন গ্রহের সন্ধান দিল নাসার মহাকাশ যান
নতুন গ্রহের সন্ধান দিল নাসার মহাকাশযান কেপলার মিশন। জোড়া তারাকে কেন্দ্র করে চক্কর লাগায় এই গ্রহটি। গ্রহটি এই দুই পালক তারারই 'হ্যাবিটেবল জোনে'' অবস্থিত। যে কোনও তারার ক্ষেত্রেই এই হ্যাবিটাল জোন হল এমন একটা জায়গা যেখানে যে গ্রহ থাকে তার মধ্যে প্রাণের উপস্থিতির সম্ভাবনা থাকে।
ওয়েব ডেস্ক: নতুন গ্রহের সন্ধান দিল নাসার মহাকাশযান কেপলার মিশন। জোড়া তারাকে কেন্দ্র করে চক্কর লাগায় এই গ্রহটি। গ্রহটি এই দুই পালক তারারই 'হ্যাবিটেবল জোনে'' অবস্থিত। যে কোনও তারার ক্ষেত্রেই এই হ্যাবিটাল জোন হল এমন একটা জায়গা যেখানে যে গ্রহ থাকে তার মধ্যে প্রাণের উপস্থিতির সম্ভাবনা থাকে।
নতুন গ্রহটির নাম দেওয়া হয়েছে কেপলার-৪৫৩বি। এই নিয়ে মোট ১০টি সারকামবাইনারি প্ল্যানেট (দুটি তারাকে কেন্দ্র করে ঘোরে যে গ্রহ) খুঁজে পেল কেপলার মিশন।
গ্রহটির ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের ৬.২ গুণ। আকারেই বোঝা যায় গ্রহটি পাথুরে নয় বরং গ্যাস জায়েন্ট। ফলে হ্যাবিটেবল জোনে থাকলেও এই গ্রহটিতে জীবনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
তবে এই গ্রহটির পাথুরে উপগ্রহ থাকার সম্ভাবনা আছে। এবং হ্যাবিটেবল জোনে থাকার ফলে এর উপগ্রহে প্রাণ থাকতে পারে।
''স্টার ওয়ার্স'' সিনেমাটা মনে আছে?? যেখানে টাটুনি গ্রহের আকাশে শোভা পেত দুটো সূর্য? ঠিক তেমনই এই নতুন সিস্টেমের কোনও প্রাণের সন্ধান পাওয়া গেলে তাদের ভাগ্যেও জুটবে সক্কাল সক্কাল দু-দুটো সূর্য দেখার সৌভাগ্য।
২৪০ দিনে পালক তারাদের প্রদক্ষিণ করে কেপলার-৪৫৩বি।