কাঠুয়া নিয়ে রাজনীতি হচ্ছে, লন্ডনে ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় বললেন মোদী

প্রধানমন্ত্রী বলেন, 'নারীকে কী ভাবে সম্মান করতে হয় তা আমাদের ছেলেদের শেখানো উচিত। দেরিতে বাড়ি ফিরলে ছেলেদের কাছে জানতে চাওয়া উচিত এতক্ষণ কী করছিল তারা। আমরা কি সেকথা কখনো জানতে চাই?'

Updated By: Apr 19, 2018, 11:02 AM IST
কাঠুয়া নিয়ে রাজনীতি হচ্ছে, লন্ডনে ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় বললেন মোদী

ওয়েব ডেস্ক: বিদেশের মাটিতে ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় ফের একবার তাঁর সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লন্ডনের বিখ্যাত ওয়েস্টমিনিস্টার সেন্ট্রাল হলে বুধবার 'ভারত কি বাত সবকে সাথ' অনুষ্ঠানে মোদী পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। নাম না করে মুখ খুলেছেন কাঠুয়া ধর্ষণ নিয়ে। 

এদিন মোদী বলেন, আগের সরকারের জমানায় মানুষ আশা হারিয়েছিল। এখন ভারতবাসী আশা ফিরে পয়েছে। নাম না করে এদিন কাঠুয়া ধর্ষণ নিয়ে মোদী বলেন, 'একটি শিশুকন্যা ধর্ষিত হয়েছে। এর থেকে বেদনাদায়ক আর কী হতে পারে? এর মধ্যে কি আমার সরকারের জমানায় এতগুলো ধর্ষণ হয়েছিল, তোমার জমানায় এতগুলো হয়েছে, এসব কি বলা উচিত? এর থেকে খারাপ আর কী হতে পারে? যে কোনও ধর্ষণ ধর্ষণই। কন্যার প্রতি এমন বর্বরতা কী করে মেনে নেওয়া যেতে পারে?' 

'মৌন' মোদী কটাক্ষে মনমোহন সিংকে পাল্টা রবিশঙ্করের

সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'নারীকে কী ভাবে সম্মান করতে হয় তা আমাদের ছেলেদের শেখানো উচিত। দেরিতে বাড়ি ফিরলে ছেলেদের কাছে জানতে চাওয়া উচিত এতক্ষণ কী করছিল তারা। আমরা কি সেকথা কখনো জানতে চাই?'
এদিন নিজেকে ফের দেশবাসীর সেবক বলে দাবি করেন প্রধানমন্ত্রী। বলেন, 'রেলস্টেশনে যে ছেলেটা দাঁড়িয়ে থাকত সে ছিল নরেন্দ্র মোদী। আর রয়্যাল প্যালেসে যে থাকে সে ১২৫ কোটি ভারতীয়র সেবক।'
সন্ত্রাসবাদ নিয়ে এক প্রশ্নের জবাবে পাকিস্তানকে নাম না করে একহাত নেন মোদী। বলেন, 'আমরা শান্তিতে বিশ্বাস করি। তার মানে আমরা সন্ত্রাসবাদ রফতানিকারীদের মেনে নেব এমন ভাবার কারণ নেই। তারা যে ভাষা বোঝে সেই ভাষাতেই আমরা তাদের জবাব দেব।'
   

.