নভেম্বরে মহাকাশ থেকে পৃথিবীর বুকে আছড়ে পড়বে অদ্ভুত এক বস্তু

মহাকাশ থেকে পৃথিবীর মাটিতে আছড়ে পড়তে চলেছে অদ্ভুত এক বস্তু। আগামী ১৩ নভেম্বর শ্রীলঙ্কায় ভারত মহাসাগরে পড়বে এই অদ্ভুত জিনিস। এই 'অবজেক্ট'-টার নাম দেওয়া হয়েছে WT1190F।

Updated By: Oct 29, 2015, 03:05 PM IST
নভেম্বরে মহাকাশ থেকে পৃথিবীর বুকে আছড়ে পড়বে অদ্ভুত এক বস্তু

ওয়েব ডেস্ক: মহাকাশ থেকে পৃথিবীর মাটিতে আছড়ে পড়তে চলেছে অদ্ভুত এক বস্তু। আগামী ১৩ নভেম্বর শ্রীলঙ্কায় ভারত মহাসাগরে পড়বে এই অদ্ভুত জিনিস। এই 'অবজেক্ট'-টার নাম দেওয়া হয়েছে WT1190F।

মনে করা হচ্ছে মহাকাশে কোনও একটি স্যাটেলাইটের ধ্বংসাবশেষ। তবে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন ওই বস্তুটি ঠিক কী। ক্যাটালিনা স্কাই সার্ভ-এর বিজ্ঞানীরা সবার আগে এই বস্তুটিকে লক্ষ্য করেন। দেখা যায় দ্রুতবেগে পৃথিবীর দিকে ধেয়ে আসে ৬.৬ ফুটের এই বস্তুটি। তবে ভারত মহাসাগরে আছড়ে পড়ার পর সেভাবে মালুম হবে না বলেই জানানো হয়েছে।

এই সুযোগে কুসংস্কার প্রচারকরা কোমর বেধে নেমে পড়েছেন। তাদের দাবি ওটা ভিন গ্রহের যান ভেঙে পড়ার পর টুকরো।

.