৩.৬ বিলিয়ন ডলারের জলবিদ্যুত্‍ কেন্দ্র তৈরির কাজ বাতিল করে দিল মায়নমার সরকার

চিনের সাহায্য নিয়ে দেশের উত্তরাংশে ইরাওয়াড়ি নদীর উপর জলবিদ্যুত্‍ কেন্দ্র তৈরির পরিকল্পনা নিয়েছিল থেন সিন সরকার। কিন্তু তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায়। ওই প্রকল্প বহু মানুষকে উদ্বাস্তু করার পাশাপাশি পরিবেশও ধ্বংস করবে বলে অভিযোগ ওঠে। ঠিক ছিল, প্রকল্পের জন্য বাঁধ তৈরি করবে চিনের একটি সংস্থা। প্রকল্পের বেশির ভাগ বিদ্যুত্‍ও চিনেরই পাওয়ার কথা ছিল। তাতে অবশ্য মায়ানমারের একটা বিস্তীর্ণ এলাকা (আকারে প্রায় সিঙ্গাপুরের সমান) ভেসে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন পরিবেশকর্মীরা।

Updated By: Oct 1, 2011, 11:06 AM IST

চিনের সাহায্য নিয়ে দেশের উত্তরাংশে ইরাওয়াড়ি নদীর উপর জলবিদ্যুত্‍ কেন্দ্র তৈরির পরিকল্পনা নিয়েছিল থেন সিন সরকার। কিন্তু তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায়। ওই প্রকল্প বহু মানুষকে উদ্বাস্তু করার পাশাপাশি পরিবেশও ধ্বংস করবে বলে অভিযোগ ওঠে। ঠিক ছিল, প্রকল্পের জন্য বাঁধ তৈরি করবে চিনের একটি সংস্থা। প্রকল্পের বেশির ভাগ বিদ্যুত্‍ও চিনেরই পাওয়ার কথা ছিল। তাতে অবশ্য মায়ানমারের একটা বিস্তীর্ণ এলাকা (আকারে প্রায় সিঙ্গাপুরের সমান) ভেসে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন পরিবেশকর্মীরা।
অগাস্টে আন সান সু কি পাশে দাঁড়ানোয় আন্দোলন বাড়তি গতি পেয়ে যায়।
সামরিক জুন্টা ক্ষমতাচ্যুত হওয়ার পর কার্যত একতরফা ভোটে বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে থেন সিনের নেতৃত্বাধীন সেনা সরকার। এ মাসের শুরুতেই মায়ানমারের বিদ্যুত্‍মন্ত্রী জ মিন বলেছিলেন, বিরোধিতা সত্ত্বেও প্রকল্পের কাজ চালিয়ে যাবে সরকার। কিন্তু মাস না ঘুরতেই ঘুরে গেল সরকারের সিদ্ধান্ত।
সংসদে বিপুল গরিষ্ঠতা থাকা সত্বেও জলবিদ্যুত্‍ প্রকল্প তৈরির সিদ্ধান্ত থেকে সরকারের সরে আসা রাজনৈতিক ভাবেও বেশ তাত্‍পর্যপূর্ণ। মার্কিন ও ইউরোপীয় দেশগুলির নিষেধাজ্ঞার মুখে থাকা মায়ানমার সরকারের মূল ভরসা চিন। সেই চিনের সঙ্গে যৌথ উদ্যোগ থেকে থেন সিন সরকারের সরে আসা যেমন তাত্‍পর্যপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ সরকারের সিদ্ধান্তকে সু কি-র স্বাগত জানানো। কোনও বিষয়ে মায়ানমারের সরকার ও বিরোধী পক্ষ একমত, এটা কার্যত নজিরবিহীন। সেই ঘটনাই ঘটল জলবিদ্যুত্‍ প্রকল্পের ক্ষেত্রে।
শোনা যাচ্ছে, সেনা সরকার কিছু দিনের মধ্যেই সব রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে পারে। মানবাধিকার কর্মীদের হিসেবে সংখ্যাটা হাজার দুয়েক।
সেনা পরিচালিত হওয়ার অস্বস্তি মুছে গণতান্ত্রিক ভাবমূর্তি তৈরির মরিয়া চেষ্টাতেই থেন সিন সরকার বিদ্যুত্‍প্রকল্প স্থগিতের সিদ্ধান্ত নিল বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত।
পার্লামেন্টের নিম্নকক্ষে প্রকল্প বাতিলের কথা ঘোষণা করে মন্ত্রী থুরা শোয় মান বলেছেন, "মানুষ ও নির্বাচিত প্রতিনিধিদের ইচ্ছার বিরুদ্ধে বলেই এই প্রকল্প বাতিল করা হল।"

.