এটাই নাকি দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক রেল সফর

এটাই নাকি দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক রেল সফর। ট্রেনের মাথার ওপর চড়ে হাজারো মানুষ সামিল হয় এক উত্‍সবে। ট্রেনের আসার ঠিক আগেও লাইনের বসে থাকে বহু মানুষ। বাংলাদেশে বিশ্ব ইজতেমা সম্মেলনের সময় দেখা যায় এই দৃশ্য।

Updated By: May 24, 2016, 11:57 AM IST
এটাই নাকি দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক রেল সফর

ওয়েব ডেস্ক: এটাই নাকি দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক রেল সফর। ট্রেনের মাথার ওপর চড়ে হাজারো মানুষ সামিল হয় এক উত্‍সবে। ট্রেনের আসার ঠিক আগেও লাইনের বসে থাকে বহু মানুষ। বাংলাদেশে বিশ্ব ইজতেমা সম্মেলনের সময় দেখা যায় এই দৃশ্য।

বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত এই ইজতেমা উত্‍সবে সামিল হন রেকর্ড সংখ্যাক মুসলিমধর্মপ্রাণ মানুষ। হজ, কেরবালার পর বাংলাদেশের বিশ্ব ইজতেমায় হল তৃতীয় বৃহত্তম মুসলিম ধর্মসভা। এই ধর্মসভায় যোগ দিতে গত বছর ৬০ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। এই বিশ্ব ইজতেমার শেষ দিনে পরিবহণ ব্যবস্থার অপ্রতুলতার জন্যই এই সময়ই ট্রেনে এমন ছবি দেখা যায়।

দেখুন ভিডিও

 

 

.