রক্তস্নাত সিরিয়া, ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ছাড়াল ২০০

সেনা-বিদ্রোহী সংঘর্ষে সিরিয়ায় মৃত্যু মিছিল অব্যাহত। হামা প্রদেশে সেনাবাহিনীর হামলায় নতুন করে ১৫০-রও বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে। যদিও সিরিয়ার বিদ্রোহী নেতা আবু মহম্মদের অভিযোগ, সেনাবাহিনীর হামলায় ২০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Updated By: Jul 13, 2012, 12:50 PM IST

সেনা-বিদ্রোহী সংঘর্ষে সিরিয়ায় মৃত্যু মিছিল অব্যাহত। হামা প্রদেশে সেনাবাহিনীর হামলায় নতুন করে ১৫০-রও বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে। যদিও সিরিয়ার বিদ্রোহী নেতা আবু মহম্মদের অভিযোগ, সেনাবাহিনীর হামলায় ২০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। সিরিয়ায় নিযুক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের পর্যবেক্ষকরা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, প্রথমে ট্রেইসিমা শহরের অদূরে লাগাতার বোমাবর্ষণ শুরু করে সেনাবাহিনী। হেলিকপ্টার, রকেটলঞ্চার এবং ট্যাঙ্ক নিয়ে একযোগে আক্রমণ চালানো হয়। গতকাল দুপুর দেড়টা থেকে শুরু হয় আক্রমণ। শেষ হয় রাত সাড়ে এগারোটায়। হামলায় নিহতদের মধ্যে তিরিশজন গ্রামবাসীর দেহ উদ্ধার হয়েছে। ৩ সেনা জওয়ানের মৃত্যুর খবর মিলেছে। সিরিয়ার গণহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটনে জরুরি বৈঠক সেরেছেন আমেরিকা ও রাশিয়ার উচ্চ পদস্থ দুই সেনাকর্তা।

.