নরেন্দ্র মোদি বনাম প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড থেকে হলিউড, ফিল্ম ফেয়ার থেকে অস্কার, তাঁর বিচরণ সর্বত্র। সিনেমার পর্দার গন্ডী ছেড়ে প্রিয়াঙ্কা চোপড়া এবার আরও বড় মঞ্চে। এই মঞ্চে তাঁর প্রতিপক্ষ প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি, মায়ানমার ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির প্রেসিডেন্ট অ্যাং সূ কি, জার্মান চান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, ফেসবুক সিইও মার্ক জুকেরবার্গ, বিশ্বের দ্রুততম মানব উসেইন বোল্ট-এর মতো ব্যক্তিত্বরা। ভাবছেন লড়াইটা কিসের! লড়াইটা হল বিশ্বের সবথেকে প্রভাবশালী ব্যক্তির সিংহাসন দখলের।

Updated By: Mar 24, 2016, 06:53 PM IST
নরেন্দ্র মোদি বনাম প্রিয়াঙ্কা চোপড়া

ওয়েব ডেস্ক: বলিউড থেকে হলিউড, ফিল্ম ফেয়ার থেকে অস্কার, তাঁর বিচরণ সর্বত্র। সিনেমার পর্দার গন্ডী ছেড়ে প্রিয়াঙ্কা চোপড়া এবার আরও বড় মঞ্চে। এই মঞ্চে তাঁর প্রতিপক্ষ প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি, মায়ানমার ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির প্রেসিডেন্ট অ্যাং সূ কি, জার্মান চান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, ফেসবুক সিইও মার্ক জুকেরবার্গ, বিশ্বের দ্রুততম মানব উসেইন বোল্ট-এর মতো ব্যক্তিত্বরা। ভাবছেন লড়াইটা কিসের! লড়াইটা হল বিশ্বের সবথেকে প্রভাবশালী ব্যক্তির সিংহাসন দখলের।

এক মাসের মধ্যেই টাইমস ম্যাগাজিন প্রকাশ করবে এবছরের সবথেকে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা। ভারতীয়দের মধ্যে এবারের তালিকার মনোনয়নে রয়েছেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর  পাশাপাশি ভারতীয়দের মধ্যে রয়েছেন নরেন্দ্র মোদি, সানিয়া মির্জা। 

.