ব্রিকসে জিনপিংয়ের সঙ্গে দেখা করে আশাবাদী মোদী
Updated By: Jul 9, 2015, 08:22 PM IST
ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক অত্যন্ত ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন মোদী। চিনের সোস্যাল মিডিয়া ওয়েবোতে প্রধানমন্ত্রী লিখেছেন, শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক দুদেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে।
প্রধানমন্ত্রীর আশা, আগামী দিনে দুদেশের অর্থনৈতিক, সাংস্কৃতিকও মানুষের মধ্যের যোগ আরও দৃঢ় হবে। দিনকয়েক আগেই মুম্বই হামলার মাস্টারমাইন্ড লখভির জামিন নিয়ে রাষ্ট্রসংঘে ভারতের অবস্থানের বিরোধিতা করেছিল চিন। তার ঠিকপরই চিনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেই মত কূটনৈতিক মহলের।
ব্রিকস সম্মেলনে যোগ দিতে গতকালই রাশিয়া পৌছন মোদী।