নমো সম্পর্কে নরম হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জানাল গুজরাত দাঙ্গায় মোদী সরকারের ব্যর্থতা নিয়ে আজও উদ্বিগ্ন তারা
নরেন্দ্র মোদী সম্পর্কে কি নরম হচ্ছে আমেরিকা? এমন সম্ভাবনা সরাসরি নাকচ করে দিল মার্কিন প্রশাসন। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র জেন সাকি জানিয়েছেন, গুজরাত সম্পর্কে মার্কিন নীতিতে কোনও পরিবর্তন হয়নি। বিভিন্ন দেশে মানবাধিকার রক্ষা নিয়ে সম্প্রতি এক বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছেন মার্কিন বিদেশ সচিব জন কেরি। তাতে মোদীর নাম নেই কেন, এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় মার্কিন বিদেশ দফতরের মুখপাত্রকে। এর জবাবে তিনি বলেন, ২০০২-এর গুজরাত হিংসা ঠেকাতে গুজরাত সরকারের ব্যর্থতা নিয়ে আজও সমান উদ্বিগ্ন মানবাধিকার সংগঠনগুলি।
নরেন্দ্র মোদী সম্পর্কে কি নরম হচ্ছে আমেরিকা? এমন সম্ভাবনা সরাসরি নাকচ করে দিল মার্কিন প্রশাসন। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র জেন সাকি জানিয়েছেন, গুজরাত সম্পর্কে মার্কিন নীতিতে কোনও পরিবর্তন হয়নি। বিভিন্ন দেশে মানবাধিকার রক্ষা নিয়ে সম্প্রতি এক বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছেন মার্কিন বিদেশ সচিব জন কেরি। তাতে মোদীর নাম নেই কেন, এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় মার্কিন বিদেশ দফতরের মুখপাত্রকে। এর জবাবে তিনি বলেন, ২০০২-এর গুজরাত হিংসা ঠেকাতে গুজরাত সরকারের ব্যর্থতা নিয়ে আজও সমান উদ্বিগ্ন মানবাধিকার সংগঠনগুলি।
২০১১, ২০১২-দুবছরের রিপোর্টেই মোদীর নাম ছিল। তবে হিংসায় তাঁর ভূমিকা নিয়ে সেখানে কিছু বলা হয়নি।