মাটির নীচ থেকে দুধের বোতল টেনে তুলতেই বেরোল ধোঁয়া!

এলাকা থেকে এরকম ৪৮টি বোমা উদ্ধার করা হয়।

Updated By: May 4, 2021, 12:23 PM IST
মাটির নীচ থেকে দুধের বোতল টেনে তুলতেই বেরোল ধোঁয়া!

নিজস্ব প্রতিবেদন: ছিল রুমাল, হয়ে গেল বেড়াল? প্রায় তাই-ই। মাটির ভিতরে ৭৫ বছর আগের দুধের বোতল? না, রহস্য ভাঙল পরে।

ঘটনাটি ঘটেছে হ্যাম্পশায়ারের (Hampshire) ব্রামডিনে। সেখানে জেমস অসবর্ন (James Osborne) নামে এক ব্যক্তি তাঁর বাড়ির সামনের জঙ্গল লোক দিয়ে পরিষ্কার করাচ্ছিলেন। দরকারে মাটিও খুঁড়তে হল। আর তখনই মাটির নীচ থেকে তিনটি বোতলের অংশ দেখা গেল। 
বোতলগুলো দেখতে দুধের বোতলের মতো। মুখটা সাদা, ভিতরে হলুদ রঙের তরল (white top and a yellow liquid)। কর্মচারীরা তিনটি বোতল টেনে বার করতে যান। আর তখনই বোতলের ভিতর থেকে ধোঁয়া বেরোতে শুরু করে (mushroom cloud of smoke)। 

আরও পড়ুন: প্রায় ১০ লক্ষ বছরের পুরনো অস্ত্র মিলল সোনার খনি থেকে!

ভয় পেয়ে খবর দেওয়া হয় পুলিসে। বম্ব স্কোয়াডর (bomb disposal squad) লোকজন এসে প্রয়োজনীয় পরীক্ষা করে মাটি থেকে সেগুলি বের করে। তখনই জানাা গেল, দুধের বোতল (milk bottle) ভেবে ওই কর্মচারীরা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গ্রেনেড (live grenade) মাটি থেকে টেনে তুলছিলেন। অল্পের জন্য বেঁচে গিয়েছেন তাঁরা। ূ     

এলাকা থেকে এরকম ৪৮টি বোমা উদ্ধার করা হয়। সেগুলি নিষ্ক্রিয়ও করা হয়।

আরও পড়ুন: Divorce হল বিল গেটসের, দীর্ঘ দাম্পত্য জীবনে কেন ইতি টানলেন?

.