Dominica-র আদালতে স্থগিত শুনানি, এখনই ভারতে Mehul Choksi-কে প্রত্যর্পণ নয়

নিষ্পত্তির অপেক্ষায়

Updated By: Jun 4, 2021, 09:24 AM IST
Dominica-র আদালতে স্থগিত শুনানি, এখনই ভারতে Mehul Choksi-কে প্রত্যর্পণ নয়

নিজস্ব প্রতিবেদন: এখনই মেহুল চোকসিকে (Mehul Choksi) ভারতে ফেরানো সম্ভব হবে না। সূত্রের খবর, ডমিনিকার (Dominica) দুই আদালতে দুটি পৃথক মামলার শুনানি রয়েছে। যতদিন না সেগুলির নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্তু ভারতে পাঠানো হবে না (Extradition) পলাতক হিরে ব্যবসায়ীকে। এদিকে অপরাধীকে দেশে ফেরাতে মরিয়া ভারত। ইতিমধ্যেই লিগাল টিম গঠন করেছে ভারত।

ডমিনিকার দুটি আদালতে দুটি পৃথক মামলার একটি দায়ের করেছেন চোকসি নিজেই। সেই মামলায় হাইকোর্ট ঠিক করবে ডমিনিকার পুলিস তাঁকে বেআইনিভাবে গ্রেফতার করেছিল কিনা এবং কোন দেশে তাঁকে ফেরত পাঠানো হবে। ম্যাজিস্ট্রেট আদালতে চলা ডমিনিকার সরকারের তরফে আরও একটি পৃথক জামিন অযোগ্য মামলায় মেহুল চোকসি সে দেশে বেআইনি প্রবেশ করেছিল কিনা তা বিচার করা হবে।

আরও পড়ুন: তুষারাবৃত Himalaya, আলোকজ্জ্বল ইতালির Turin; NASA-র ছবিতে মুগ্ধ নেটদুনিয়া

সূত্রের খবর, উভয় মামলার নিষ্পত্তি যতদিন না হচ্ছে, মেহুল চোকসির ভারতে প্রত্যর্পণ কার্যত অসম্ভব। আপাতত বৃহস্পতিবার দুই মামলাই স্থগিত হয়েছে আদালতে। পরবর্তী শুনানি তারিখ ঠিক না হলেও পয়লা জুলাই তা হতে পারে বলে জানা যাচ্ছে। ততদিন ডমিনিকার পুলিসি হেফাজতেই থাকবেন মেহুল চোকসি। এদিন ডমিনিকা থেকে ফিরে এসেছে ভারতীয় টিম।

আরও পড়ুন: CBSE এর বৈঠকে হঠাৎ হাজির Narendra Modi,শুনলেন পড়ুয়াদের উদ্বেগের কথা

.