Real-Life Mermaid: 'মারমেড' গল্প নয়! এতদিনে খোঁজ পাওয়া গেল মৎস্যকন্যার!

সপ্তাহের বাকি দিনগুলি চাকরি করেন। তবে তিনটে দিন মৎস্যকন্যা হয়ে বাচ্চাদের আনন্দ দেন তিনি।

Updated By: Apr 27, 2022, 07:54 PM IST
Real-Life Mermaid: 'মারমেড' গল্প নয়! এতদিনে খোঁজ পাওয়া গেল মৎস্যকন্যার!

নিজস্ব প্রতিবেদন: ছোট থেকে কে না শুনে এসেছে 'মারমেড' তথা মৎসকন্যা তথা জলপরীর কথা? মৎস্যকন্যা নিয়ে কত গল্প, কত কল্পকাহিনি। শিশুদের মনে স্বপ্নের কত বর্ণিল ঢেউ যে তুলে দেয় এই মৎস্যকন্যা। কিন্তু, তা যে নিছক গল্প নয়, তা জানা গেল অবশেষে।

নাম তাঁর নাওমি ট্রট। এই মহিলা জলের নীচে ৪ মিনিট পর্যন্ত থাকতে পারেন। তবে সেটা একদিনে হয়নি। দীর্ঘদিন ট্রেনিং-এর পরে তিনি এটা করতে পেরেছেন। ব্রিস্টলে থাকেন নাওমি। পেশায় আর্কিওলজিস্ট।

আর নেশায়? 

নেশায় তিনি 'মারমেড' বা মৎস্যকন্যা। সপ্তাহে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যকন্যা হিসেবে পারফর্ম করেন তিনি। সপ্তাহের বাকি দিনগুলি চাকরি করেন। তবে তিনটে দিন মৎস্যকন্যা হয়ে বাচ্চাদের আনন্দ দেন তিনি। জমানো জলে মৎস্যকন্যার সাজে অন্য জলজ প্রাণীদের সঙ্গে সাঁতার কাটেন তিনি।

২০১৯ সাল থেকে তিনি মৎস্যকন্যা হিসেবে পারফর্ম করে আসছেন। প্রতি শিফটে সাধারণত ২০ মিনিট পারফর্ম করতে হয়।

আরও পড়ুন: Russia-Ukraine War: রুশ সেনা রুখতে মা-মেয়ে একসঙ্গে হাতে তুলে নিয়েছেন কালাশনিকভ!

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.