চিনে ভয়াবহ ভূমিধস, কমপক্ষে ১৪০ জন চাপা পড়ার আশঙ্কা

চিনের সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিধস। কমপক্ষে ১৪০ জন চাপা পড়ার আশঙ্কা। ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে তিন জনকে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। প্রায় ৩০০ জনের একটি দল উদ্ধারকাজ চালাচ্ছে।

Updated By: Jun 24, 2017, 03:37 PM IST
চিনে ভয়াবহ ভূমিধস, কমপক্ষে ১৪০ জন চাপা পড়ার আশঙ্কা

ওয়েব ডেস্ক : চিনের সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিধস। কমপক্ষে ১৪০ জন চাপা পড়ার আশঙ্কা। ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে তিন জনকে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। প্রায় ৩০০ জনের একটি দল উদ্ধারকাজ চালাচ্ছে।

স্থানীয় সংবাদমসূত্রে জানা গেছে, পর্বতগাত্রে অবস্থিত জিনমো গ্রাম। পাহাড়ে ধস নামলে, পুরো গ্রামটাই কার্যত চাপা পড়ে। গ্রামে ছিল ৪০টি পরিবার। মৃতের সংখ্যা বহু হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি।

আরও পড়ুন, ট্রাম জমানায় প্রথম বিদেশি রাষ্ট্র নেতা হিসেবে সোমবার হোয়াইট হাউসে ডিনারে মোদী

.