ইদে মসজিদে বিস্ফোরণ, পাকিস্তানের কোয়াটায় নিহত ৯
খুশির ইদ হয়ে উঠল দুঃস্বপ্নের। পাকিস্তানের কোয়েটা শহরে একটি মসজিদে হামলায় মৃত্যু হল কমপক্ষে নয়জনের। আহত হয়েছেন কুড়িজন। ইদের প্রার্থনা সেরে মসজিদের থেকে বেরিয়ে আসার সময় দুষ্কৃতীরা গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশকয়েকজনের। এই হামলার নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
খুশির ইদ হয়ে উঠল দুঃস্বপ্নের। পাকিস্তানের কোয়েটা শহরে একটি মসজিদে হামলায় মৃত্যু হল কমপক্ষে নয়জনের। আহত হয়েছেন কুড়িজন। ইদের প্রার্থনা সেরে মসজিদের থেকে বেরিয়ে আসার সময় দুষ্কৃতীরা গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশকয়েকজনের। এই হামলার নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
প্রাক্তন মন্ত্রী আলি মাজাদ জাতক দুষ্কৃতীদের লক্ষ্য ছিলেন বলে জানিয়েছে পুলিস। একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। গতকালই এই শহরে এক আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছিলেন ৩৮ জন।
এদিকে জঙ্গি হামলার হুমকি পাওয়ার পর লাহোর থেকে মার্কিন দূতাবাসের সব কর্মীদের দেশে ফিরিয়ে নিল আমেরিকা।