প্রধানমন্ত্রী হিসেবে নিজের শেষ বিদেশ সফরে বিমসটেক শীর্ষ বৈঠকে তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে শেখ হাসিনার সঙ্গে আলোচনা মনমোহন সিংয়ের

মায়ানমারে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন মনমোহন সিং। নির্বাচনে জিতে আসার পর, শেখ হাসিনার এটাই প্রথম বিদেশ সফর। অন্যদিকে, প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংয়ের এটাই শেষ বিদেশ সফর।

Updated By: Mar 4, 2014, 06:00 PM IST

মায়ানমারে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন মনমোহন সিং। নির্বাচনে জিতে আসার পর, শেখ হাসিনার এটাই প্রথম বিদেশ সফর। অন্যদিকে, প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংয়ের এটাই শেষ বিদেশ সফর।

নিরপেক্ষ দেশের মাটিতে দুই প্রতিবেশি রাষ্ট্রপ্রধানের বৈঠকে আলোচ্য ছিল, তিস্তা জলবণ্টন ও ছিটমহল হস্তান্তর চুক্তি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তিস্তা জলবণ্টন চুক্তি এখনও কার্যকর করা যায়নি। অন্যদিকে, ছিটমহল হস্তান্তর চুক্তি আটকে রয়েছে প্রধান বিরোধী দল বিজেপির আপত্তিতে। এই সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলে সম্মতি দেওয়া হবে না বলেই জানিয়ে দিয়েছ বিজেপি।

হাসিনার পাশাপাশি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের সঙ্গেও একান্ত বৈঠক করেছেন মনমোহন সিং। ২০০৯-এ জাফনা পুনর্দখলের সময় নির্বিচারে তামিল হত্যার অভিযোগ শ্রীলঙ্কার সেনাবাহিনীর বিরুদ্ধে। এ নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে কিছুদিন পরেই একটি প্রস্তাব আনা হচ্ছে। তার আগে মনমোহন-রাজাপাকসে বৈঠক তাত্পর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

.