বণিকমহলের পাশাপাশি সিঙ্গাপুরের প্রবাসী বাঙালিদের মনও জয় করলেন মুখ্যমন্ত্রী
বণিকমহলের পাশাপাশি, সিঙ্গাপুরের প্রবাসী বাঙালিদেরও মন জয় করে নিলেন মুখ্যমন্ত্রী। বুধবার সিঙ্গাপুরের বেঙ্গলি অ্যাসোসিয়েশনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবাসী বাঙালিকে শিকড়ের কথা মনে করিয়ে দিয়ে, রাজ্যে লগ্নি আনতে তাদের উদ্যোগী হতে অনুরোধ করেন তিনি। এজন্য জানুয়ারি মাসে দুদিনের বঙ্গ সম্মেলন করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
সাংগ্রিলা: বণিকমহলের পাশাপাশি, সিঙ্গাপুরের প্রবাসী বাঙালিদেরও মন জয় করে নিলেন মুখ্যমন্ত্রী। বুধবার সিঙ্গাপুরের বেঙ্গলি অ্যাসোসিয়েশনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবাসী বাঙালিকে শিকড়ের কথা মনে করিয়ে দিয়ে, রাজ্যে লগ্নি আনতে তাদের উদ্যোগী হতে অনুরোধ করেন তিনি। এজন্য জানুয়ারি মাসে দুদিনের বঙ্গ সম্মেলন করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
সিঙ্গাপুরে বাংলার মুখ্যমন্ত্রী রয়েছেন। বুধবার তাঁর সম্মানে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল সিঙ্গাপুরের বেঙ্গলি অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের পক্ষ থেকে স্মারক উপহার দেওয়া হয়। পাল্টা উপহার হিসেবে পিতলের মহিষাসুরমর্দিনী এবং কৃষ্ণনগরে তৈরি মাটির রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি তুলে দেন মুখ্যমন্ত্রী।
বাংলার এই সংস্কৃতির হাত ধরেই শিল্প আনার পথ খুলতে চাইলেন মুখ্যমন্ত্রী। বাংলার সাংস্কৃতিক দূত হিসেবে লগ্নি আনার দায়িত্ব নিতে অনুরোধ করলেন প্রবাসী বাঙালিদেরই।
প্রবাসী বাঙালিদের শিকড়ের টান মনে করিয়ে দিতে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন নতুন বঙ্গ সম্মেলনের। জানুয়ারি মাসে দুদিনের সেই বঙ্গ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের জন্য বিনিয়োগ আনতেই সিঙ্গাপুর পাড়ি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গলি অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দিয়ে সেই আমন্ত্রণের বার্তাটাই দিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী।
সিঙ্গাপুর থেকে ক্যামেরায় কমল জানার সঙ্গে অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ২৪ ঘণ্টা।।