মালালার সাহসীকতার পাঠ এবার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে

অসম সাহসী মেয়েটাকে আগেই কুর্নিস জানিয়েছিল গোটা বিশ্ব। এবার তার অভিজ্ঞতাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল মার্কিন মুলুকের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়। মালালা ইউসুফজাইয়ের লেখা বই আই অ্যাম মালালা এবার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হচ্ছে। 

Updated By: Oct 22, 2013, 10:20 PM IST

অসম সাহসী মেয়েটাকে আগেই কুর্নিস জানিয়েছিল গোটা বিশ্ব। এবার তার অভিজ্ঞতাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল মার্কিন মুলুকের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়। মালালা ইউসুফজাইয়ের লেখা বই আই অ্যাম মালালা এবার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হচ্ছে। 
অপরাধ স্কুলে যাওয়া। বছর খানেক আগে শুধুমাত্র সেই কারণেই তালিবানের গুলির শিকার হতে হয়েছিল পাকিস্তানের সোয়াত প্রদেশের ছোট্ট মেয়েটাকে। হার মানেনি মালালা ইউসুফজাই। কয়েকমাস পাঞ্জা লড়ে হারিয়েছে মৃত্যুকে। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা মালালা লিখে রেখেছে বইয়ে। আই অ্যাম মালালা বইয়ের প্রতি ছত্রে উঠে এসেছে পাকিস্তানের তালিবান অধ্যুষিত এলাকার মেয়েদের দুর্দশার কথা। এবার সেই অভিজ্ঞতার কথা জানতে পারবে মার্কিন মুলুকের পড়ুয়ারা।
মালালার অভিজ্ঞতার দলিল আই অ্যাম মালালাএবার অন্তর্ভুক্ত হচ্ছে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে। তবে, আই অ্যাম মালালার পুরোটাই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে না। বইটির প্রকাশনা সংস্থার সঙ্গে বসবেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। বইটির কোন অংশ কতটা ও কীভাবে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা যায় তানিয়ে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমের পর  হাইস্কুলেও পাঠ্যক্রমেও অন্তর্ভুক্ত হবে আই অ্যাম মালালা। শুধু নারীশিক্ষা নয়, মুসলিম দুনিয়ায় মেয়েদের অবস্থা জানার ক্ষেত্রেও মালালা অভিজ্ঞতার দলিল কাজে লাগবে মত আন্তর্জাতিক মহলের।

.