খোঁজ মিলল এমটি কটনে জাহাজের
অবশেষে খোঁজ মিলল নিখোঁজ জাহাজ এমটি কটনের। পশ্চিম আফ্রিকার টোগো উপকূলে জাহাজটি দেখা গেছে। একই সঙ্গে কলকাতার বাসিন্দা ক্যাপ্টেন শিশির ওয়াহি সহ অন্যান্যদের উদ্ধারের আশাও উজ্জ্বল হল।
Updated By: Jul 20, 2013, 01:43 PM IST
অবশেষে খোঁজ মিলল নিখোঁজ জাহাজ এমটি কটনের। পশ্চিম আফ্রিকার টোগো উপকূলে জাহাজটি দেখা গেছে। একই সঙ্গে কলকাতার বাসিন্দা ক্যাপ্টেন শিশির ওয়াহি সহ অন্যান্যদের উদ্ধারের আশাও উজ্জ্বল হল।
গত বুধবার আইভরি কোস্টের কাছে জাহাজটিকে শেষবার দেখা গিয়েছিল। তারপর থেকে নিখোঁজ ছিল এমটি কটন। তেল এবং রাসায়নিকবাহী এমটি কটনের ২৪ জন নাবিকই এদেশের। তাঁদের মধ্যে ক্যাপ্টেন ওয়াহি সহ ছজন কলকাতার বাসিন্দা। সূত্রের খবর, সশস্ত্র জলদস্যুরা স্পিডবোটে এসে এমটি কটনে হামলা চালিয়েছিল। বর্তমানে টোগো উপকূল থেকে প্রায় দুশো কিলোমিটার দুরত্ব জাহাজটিকে দেখা গেছে।