লন্ডনে ভূগর্ভস্থ ট্রেনে বিস্ফোরণের দায় স্বীকার আইসিস-এর
ওয়েব ডেস্ক: লন্ডনে টিউব রেলে বিস্ফোরণে জঙ্গি হানার আশঙ্কাই সত্যি হল। হামলার দায় স্বীকার করল আইসিস। তাদের 'আমাক নিউজ' ওয়েব সাইটে এই দায় স্বীকার করে বিবৃতি ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের।
শুক্রবার সকাল ৮-২০ নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে পশ্চিম লন্ডনের পারসনস গ্রিন আন্ডারগ্রাউন্ড স্টেশন। ঘটনায় জখম হন কমপক্ষে ২৯ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরের বিভিন্ন অংশ বিস্ফোরণে ঝলসে গিয়েছে। ব্রিটিশ মিডিয়া সূত্রে খবর, বিস্ফোরকটি একটি প্যাকেটে ভরে ট্রেনের মধ্যেই একটা বাকেটে রাখা ছিল। সেখানে টাইমার সেট করা ছিল।
আরও পড়ুন- আচমকাই সেনা জওয়ানকে কষিয়ে থাপ্পড় মহিলার, তারপর?
ঘটনার পর সিল করে দেওয়া হয় স্টেশন। ঘটনার কড়া নিন্দা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। দোষীদের খুঁজে বের করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিস। প্রত্যক্ষদর্শীদের মধ্যে কারও কাছে মোবাইলে কোনও ফুটেজ থাকলে সেগুলিও স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষে জমা দেওয়ার আবেদন করা হয়েছে।
এনিয়ে গত ছ'মাসে ৫বার জঙ্গি হামলার শিকার হল ইংল্যান্ড।
আরও পড়ুন- বিস্ফোরণে কেঁপে উঠল লন্ডনের ভূগর্ভস্থ স্টেশন!