লন্ডনে পার্লামেন্ট চত্বরে সন্ত্রাস, জঙ্গি হামলা বলেই মনে করছে পুলিস!
Updated By: Mar 23, 2017, 08:37 AM IST
ওয়েব ডেস্ক: লন্ডনে সন্ত্রাসের নেপথ্যে কারা? এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। যদিও হামলার ধরন দেখে একে জঙ্গি হামলাই বলছে পুলিস। (ব্রিটিশ পার্লামেন্টের সামনে জঙ্গি হানা, মৃত ১ মহিলা সহ ২, আহত অন্তত ১২)
আততায়ীকে রুখতে গিয়ে পার্লামেন্ট চত্বরে নিহত হন কিথ পামার নামের এক পুলিস অফিসার। মেট্রোপলিটান পুলিসের দাবি, আততায়ী পুলিসের পূর্ব পরিচিত। যদিও এখনই তার পরিচয় নিয়ে কিছু বলতে রাজি নন গোয়েন্দারা। লন্ডনের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার মার্ক রাওলের দাবি, আততায়ী আন্তর্জাতিক সন্ত্রাসবাদের দ্বারা প্রভাবিত হয়েই এমন কাণ্ড ঘটিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহত আততায়ী এশীয়। বয়স চল্লিশের মাঝামাঝি।
#WATCH Shooting outside UK Parliament. (rescue visuals from Westminster Bridge) pic.twitter.com/fCVCBudxm1
— ANI (@ANI_news) March 22, 2017