'দৃশ্যদূষণ' রুখতে গৃহহীনদের 'জব্দ' করার `মাস্টারপ্ল্যান` লন্ডনে, বহুতলের দরজার বাইরে লাগানো হল ধাতব

মধ্য লন্ডনের বহুতল গুলির দরজার বাইরে এখন ধাতব স্পাইকের সারি। লন্ডনের রোজ বেড়ে চলা গৃহহীন মানুষেরা এই বহুতল গুলির দরজার বাইরে খুঁজে নিতেন নিজেদের অস্থায়ী আস্তানা।

Updated By: Jun 10, 2014, 11:13 AM IST

মধ্য লন্ডনের বহুতল গুলির দরজার বাইরে এখন ধাতব স্পাইকের সারি। লন্ডনের রোজ বেড়ে চলা গৃহহীন মানুষেরা এই বহুতল গুলির দরজার বাইরে খুঁজে নিতেন নিজেদের অস্থায়ী আস্তানা।

এই সব গৃহহীন মানুষের আশ্রয় বিহীন রাত্রি যাপন যাতে বর্ধিষ্ণু অঞ্চলের ফ্লাট বাড়ি গুলির `শোভা` বর্ধনের বাধা হয়ে না ওঠে, যাতে দরজার সামনে এক ফালি চত্বর কোন গৃহহীন মানুষ ঘুমের কোণ হিসাবে বেছে নিয়ে `দৃশ্য দুষণ` করতে না পারেন, সেই জন্যই বহুতল বাসীরা এই `অভিনব` উদ্যোগ নিয়েছেন মধ্য লন্ডন জুড়ে। তার তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

বহুতলের বাসিন্দারা বেশ গর্বের সঙ্গেই স্বীকার করেছেন আশ্রয়হীন মানুষদের তাদের বহুতলের সামনে ঘুমিয়ে পড়া আটকাতেই বাড়ির দরজার বাইরে ধাতব স্পাইক লাগিয়েছেন তারা।

অর্থনৈতিক মন্দা, সমস্ত নাগরিক সুযোগ-সুবিধার উপর রাষ্ট্রের রক্তচক্ষু, আশ্রয়ের অভাব প্রতিদিন লন্ডনে বাড়িয়ে তুলছে গৃহহীন মানুষেরা সংখ্যা। গত এক বছরে এই সংখ্যা ৭৫% বৃদ্ধি পেয়েছে। শুধু লন্ডন নয় ব্রিটেনের অনান্য অঞ্চলে এই সংখ্যা ৩৬% বৃদ্ধি পেয়েছে। গত বছরের সমীক্ষা অনুযায়ী অন্তত ৬,৪০০ জন মানুষ লন্ডনে রাত কাটান রাস্তায়।

দেশে মানুষের আশ্রয়হীনতা যখন এই ভাবে উর্ধ্বমুখী তখন দরজার বাইরে স্পাইক লাগিয়ে গৃহহীন মানুষদের সাময়িক আশ্রয়স্থল টুকু কেড়ে নিয়ে অমানবিকতার নজির তৈরি করলেন মধ্য লন্ডনের বহুতলবাসীরা।

Tags:
.