জঙ্গি নাশকতার আতঙ্ক লন্ডনে

আরও একবার জঙ্গি নাশকতার আতঙ্ক গ্রাস করল লন্ডনকে। গতকাল দক্ষিণ-পূর্ব লন্ডনের উলউইচ সেনাছাউনির কাছে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে দেওয়া হয় এক ব্যক্তির। সঙ্গে সঙ্গেই অবশ্য হামলাকারীদের ঘিরে ফেলে পুলিস। পুলিসের গুলিতে জখম হয়েছে দুই আক্রমণকারী।

Updated By: May 23, 2013, 09:12 AM IST

আরও একবার জঙ্গি নাশকতার আতঙ্ক গ্রাস করল লন্ডনকে। গতকাল দক্ষিণ-পূর্ব লন্ডনের উলউইচ সেনাছাউনির কাছে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে দেওয়া হয় এক ব্যক্তির। সঙ্গে সঙ্গেই অবশ্য হামলাকারীদের ঘিরে ফেলে পুলিস। পুলিসের গুলিতে জখম হয়েছে দুই আক্রমণকারী।
তাদের গ্রেফতারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। যে ব্যক্তি খুন হয়েছেন তিনি ব্রিটিশ সেনাবাহিনীর সদস্য। ঘটনার পরই জরুরি বৈঠক ডাকেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব টেরেসা মে-র মতে এই ঘটনার পিছনে জঙ্গিদের হাত রয়েছে।

.