লিবিয়ার প্রধানমন্ত্রীকে অপহরণ করল জঙ্গিরা
অপহরণ করে পণ আদায় সন্ত্রাসবাদীদের পুরনো অস্ত্র। কিন্ত তা বলে খোদ দেশের প্রধানমন্ত্রীকে! সেটাই হল লিবিয়ায়। লিবিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আল জায়দানকে অস্ত্রের মুখে অপহরণ করা হল। রাজধানী ত্রিপোলির একটি হোটেল থেকে জঙ্গিরা তাকে অপহরণ করে নিয়ে গেছে। বিবিসি এই খবর দিয়েছে।
অপহরণ করে পণ আদায় সন্ত্রাসবাদীদের পুরনো অস্ত্র। কিন্ত তা বলে খোদ দেশের প্রধানমন্ত্রীকে! সেটাই হল লিবিয়ায়। লিবিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আল জায়দানকে অস্ত্রের মুখে অপহরণ করা হল। রাজধানী ত্রিপোলির একটি হোটেল থেকে জঙ্গিরা তাকে অপহরণ করে নিয়ে গেছে। বিবিসি এই খবর দিয়েছে।
দেশের প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, রাজধানী ত্রিপোলির কোরিনথিয়া হোটেল থেকে জেইদানকে অপহরণ করা হয়। গত কিছুদিন ধরে তিনি ওই হোটেলে অবস্থান করছিলেন।
জায়দানকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। মঙ্গলবারই জায়দান তার দেশকে জঙ্গি মুক্ত করার ব্যাপারে আমেরিকার সাহায্য করার আহ্বান জানান।
গত শনিবার আল-কায়েদা নেতা লিবিকে অপহরণের পর ওই ঘটনার ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া দেখায় ত্রিপোলি। লিবিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক। তবে ওই ঘটনার সঙ্গে আজকের অপহরণের যোগসাজশ রয়েছে কি-না তা এখনো পরিষ্কার নয়।