বিশ্বের সবথেকে বড় সোনার মাও

'চিনের চেয়ারম্যান' মাও এবার 'চাইনিজ গোল্ডম্যান'। ভাবলেও অবাক লাগে। ভারতে আকাশ উচ্চতায় মূর্তি দেখা যায় উত্তরপ্রদেশে। কখনও মায়াবতী, কখনও মুলায়ম। সরকারে যে, মূর্তি তাঁরই। কয়েকদিন আগে কলকাতা দেখেছে আকাশকে স্পর্শ করছে এমন দুর্গা। বিশ্বের সবথেকে বড় দুর্গা। চিন কি তাহলে কলকাতা থেকেই শিক্ষা নিল? উত্তরটা বিস্ময়। কিন্তু যেটা সবথেকে বড় খবর, তা হল চিনে তৈরি হচ্ছে মাওয়ের সবথেকে বড় মূর্তি। উচ্চতা ৩৭ ফুট। গোটা মূর্তিটা হবে সোনার। কমিউনিস্ট আন্দোলনের বড় বড় নাম গুলোর প্রথম সারির এই নেতা ইতিহাস থেকে বর্তমান নিজের অস্তিত্বকেও নিয়ে গিয়েছেন আকাশ উচ্চতায়। লং মার্চ থেকে চিনা বিপ্লব-মার্ক্স, লেনিন, স্তালিন-এই নামের সঙ্গেই একই নিঃশ্বাসে যার নাম উচ্চারিত হয়, তাঁর নাম মাও সেতুং।

Updated By: Jan 6, 2016, 11:56 AM IST
বিশ্বের সবথেকে বড় সোনার মাও

ওয়েব ডেস্ক: 'চিনের চেয়ারম্যান' মাও এবার 'চাইনিজ গোল্ডম্যান'। ভাবলেও অবাক লাগে। ভারতে আকাশ উচ্চতায় মূর্তি দেখা যায় উত্তরপ্রদেশে। কখনও মায়াবতী, কখনও মুলায়ম। সরকারে যে, মূর্তি তাঁরই। কয়েকদিন আগে কলকাতা দেখেছে আকাশকে স্পর্শ করছে এমন দুর্গা। বিশ্বের সবথেকে বড় দুর্গা। চিন কি তাহলে কলকাতা থেকেই শিক্ষা নিল? উত্তরটা বিস্ময়। কিন্তু যেটা সবথেকে বড় খবর, তা হল চিনে তৈরি হচ্ছে মাওয়ের সবথেকে বড় মূর্তি। উচ্চতা ৩৭ ফুট। গোটা মূর্তিটা হবে সোনার। কমিউনিস্ট আন্দোলনের বড় বড় নাম গুলোর প্রথম সারির এই নেতা ইতিহাস থেকে বর্তমান নিজের অস্তিত্বকেও নিয়ে গিয়েছেন আকাশ উচ্চতায়। লং মার্চ থেকে চিনা বিপ্লব-মার্ক্স, লেনিন, স্তালিন-এই নামের সঙ্গেই একই নিঃশ্বাসে যার নাম উচ্চারিত হয়, তাঁর নাম মাও সেতুং।

People's Republic of China-এর প্রতিষ্ঠাতা কমিউনিস্ট বিল্পবী মাও সেতুং'র বিশাল সোনার মূর্তি বানিয়ে তাঁকে 'চিনের প্রাচীরে'র মতই কমিউনিস্ট প্রাচীরের সম্মান দিতে চাইছে চিন। "মাও চিনের মানুষের কাছে স্বপ্নের নায়ক, মহান মানুষ", এমনটাই বলছেন চিনের বর্তমান রাষ্ট্রপ্রধান জিং পিং। এই মূর্তি তৈরি করতে খরচ হবে ৩ মিলিয়ন ইয়ান(ভারতীয় মুদ্রা- ৩ কোটি)।

.