তাঁর প্রস্তাবেই শান্তি আসবে সিরিয়ায়, দাবি কোফি আন্নানের

সিরিয়ায় গৃহযুদ্ধ রুখতে তাঁর শান্তি প্রস্তাবই এই মুহূর্তে শেষ রক্ষাকবচ। মার্কিন নিরাপত্তা পরিষদকে এমনটাই জানালেন রাষ্ট্রসঙ্ঘ ও আরব লিগের দূত কোফি আন্নান। রাষ্ট্রসঙ্ঘের অতিরিক্ত নজরদারির কারণে পরিস্থিতি যে আরও জটিল হয়েছে, সেকথাও স্পষ্টভাবেই উল্লেখ করেছেন তিনি।

Updated By: May 9, 2012, 10:21 AM IST

সিরিয়ায় গৃহযুদ্ধ রুখতে তাঁর শান্তি প্রস্তাবই এই মুহূর্তে শেষ রক্ষাকবচ। মার্কিন নিরাপত্তা পরিষদকে এমনটাই জানালেন রাষ্ট্রসঙ্ঘ ও আরব লিগের দূত কোফি আন্নান। রাষ্ট্রসঙ্ঘের অতিরিক্ত নজরদারির কারণে পরিস্থিতি যে আরও জটিল হয়েছে, সেকথাও স্পষ্টভাবেই উল্লেখ করেছেন তিনি।
লাগাতার ১৪ মাসের রক্তক্ষয়ী বিক্ষোভ। কমপক্ষে ১২ হাজার মানুষের প্রাণহানি। ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। শেষপর্যন্ত রাষ্ট্রসঙ্ঘের তরফে যুদ্ধবিরতির ঘোষণা হয় গত ১২ এপ্রিল। কিন্তু, তারপরেও এতটুকুও উন্নতি হয়নি পরিস্থিতির। কার্যত প্রত্যাখ্যাত হয়ে যায় রাষ্ট্রসঙ্ঘ-আরব লিগের দূত কোফি আন্নানের শান্তি প্রস্তাব। বেগতিক দেখে নিরস্ত্র পর্যবেক্ষকও পাঠায় রাষ্ট্রসঙ্ঘ। কিন্তু, তাতে অবস্থা আরও খারাপ হয়েছে বলেই মনে করছেন কোফি আন্নান। এই পরিস্থিতিতে, তাঁর শান্তি প্রস্তাবই গৃহযুদ্ধ রুখতে একমাত্র অস্ত্র বলে মার্কিন নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন আন্নান।
মঙ্গলবারও নিজের ৬ দফা শান্তি প্রস্তাব বিস্তারিতভাবে উল্লেখ করেন কোফি আন্নান। এই প্রস্তাবটি রূপায়ণে সিরিয়ার প্রেসিডেন্টের সদর্থক ভূমিকার অভাবের কথাও উল্লেখ করেন তিনি।

.