বন্ধু রোবটের আকাশ পাড়ি
মহাশূন্যে মানুষের সঙ্গী হতে আকাশ পাড়ি দিতে প্রস্তুত জাপানি কথা বলা রোবট কিরোবো। আগামী নভেম্বরে জাপানের মহাকাশচারী কোচি ওয়াটাকারের মিশনে সঙ্গী হবে সে। পৃথিবীর ইতিহাসে প্রথমবার মানুষকে সঙ্গ দিতে মহাকাশ অভিযানে যাচ্ছে কোনও কথাবলা যন্ত্রমানব।
মহাশূন্যে মানুষের সঙ্গী হতে আকাশ পাড়ি দিতে প্রস্তুত জাপানি কথা বলা রোবট কিরোবো। আগামী নভেম্বরে জাপানের মহাকাশচারী কোচি ওয়াটাকারের মিশনে সঙ্গী হবে সে। পৃথিবীর ইতিহাসে প্রথমবার মানুষকে সঙ্গ দিতে মহাকাশ অভিযানে যাচ্ছে কোনও কথাবলা যন্ত্রমানব।
১৩ ইঞ্চির কিরোবো ৯ অগাস্ট পৌঁছে যাবে আন্তর্জাতিক স্পেশ স্টেশনে।
জাপানি ভাষায় `কি` শব্দের অর্থ আশা। কীভাবে বহুদিন সবার থেকে দূরে থাকা কোনও মানুষের আবেগের সঙ্গী হতে পারে যন্ত্র সেই পরীক্ষাই করতেই আকাশ পাড়ি দিচ্ছে কিরোবো। অ্যানড্রয়েড প্রযুক্তির কিরোবো কে দেখতে অনেকটা বিখ্যাত কার্টুন চরিত্র অ্যাস্ট্রোবয়ের মত।
জাপানি ভাষায় কথা বলতে পটু এই যন্ত্র মানব তার সমস্ত কথোপকথন রেকর্ড করে রাখতে পারে।
কিরোবোর আবিষ্কর্তা তোমোতাকা তাকাহাশি জানিয়েছেন ``আমি আশা করব কিরোবো যন্ত্র ও মানুষের মধ্যে মাধ্যম হিসাবে কাজ করবে। মাঝে মাঝে মানুষ আর ইন্টারনেটের মধ্যে এমনকি মানুষের সঙ্গে মানুষের মাধ্যম হিসাবেও কাজ করবে সে।``
কিরোবোর যমজ মিরাটা থাকবে পৃথিবীতে। তার ইলেক্ট্রনিক ভাইয়ের মহাশূন্যে কোনও সমস্যায় পড়লেই তার খবর দেবে মিরাটা।