কাশ্মীর সমস্যায় ফের তৃতীয় পক্ষের মধ্যস্থতায় দাবি তুলল পাকিস্তান, অন্যদিকে ভারত জানাল তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না
কাশ্মীর সমস্যার সমাধানে ফের তৃতীয় পক্ষের মধ্যস্থতার দাবি খুঁচিয়ে তুলল পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কাশ্মীর সমস্যার সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চাইলেন।
Updated By: Oct 20, 2013, 10:19 PM IST
কাশ্মীর সমস্যার সমাধানে ফের তৃতীয় পক্ষের মধ্যস্থতার দাবি খুঁচিয়ে তুলল পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কাশ্মীর সমস্যার সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চাইলেন।
কার্গিল যুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে এক আলোচনার উল্লেখ করেছেন শরিফ। তার মন্তব্য, আমেরিকা মধ্যপ্রাচ্যের সমস্যা নিয়ে যতটা সময় খরচ করে, তার দশ শতাংশও যদি উপমহাদেশে দেয় তাহলেই ভারত-পাক সমস্যা মিটে যাবে। শরিফের এই দাবিকে খারিজ করে দিয়েছে নয়াদিল্লি।
বিদেশমন্ত্রী সলমন খুরশিদ জানিয়ে দিয়েছেন, দ্বিপাক্ষিক সমস্যায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।