কার্গিল যুদ্ধকে পাকিস্তানের সাফল্য বলে দাবি মুশারফের

কার্গিল যুদ্ধ নিয়ে ইসলামাবাদের অস্বস্তি বাড়িয়ে দিলেন পারভেজ মুশারফ। এবারে প্রকাশ্যেই কার্গিল যুদ্ধকে পাকিস্তান সেনার বড়সর সাফল্য বলে দাবি করে বসেছেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট। তাঁর বিরুদ্ধে প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেলের তোলা অভিযোগ খণ্ডন করে কার্গিলের পরাজয়ের জন্য মুশারফ সরাসরি দায়ি করেছেন ততকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। মুশারফের দাবি, নওয়াজ শরিফ সেই সময় মার্কিন সফরে না গেলে ভারতীয় ভূখণ্ডের তিনশো বর্গমাইল এলাকার দখল নিতে পারত পাক সেনারা।

Updated By: Feb 1, 2013, 09:08 AM IST

কার্গিল যুদ্ধ নিয়ে ইসলামাবাদের অস্বস্তি বাড়িয়ে দিলেন পারভেজ মুশারফ। এবারে প্রকাশ্যেই কার্গিল যুদ্ধকে পাকিস্তান সেনার বড়সর সাফল্য বলে দাবি করে বসেছেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট। তাঁর বিরুদ্ধে প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেলের তোলা অভিযোগ খণ্ডন করে কার্গিলের পরাজয়ের জন্য মুশারফ সরাসরি দায়ি করেছেন ততকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। মুশারফের দাবি, নওয়াজ শরিফ সেই সময় মার্কিন সফরে না গেলে ভারতীয় ভূখণ্ডের তিনশো বর্গমাইল এলাকার দখল নিতে পারত পাক সেনারা।
সম্প্রতি কার্গিল অভিযান নিয়ে মুশারফকে কাঠগড়ায় তুলেছেন সেসময় আইএসআইয়ের দায়িত্বে থাকা প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল শাহিদ আজিজ। এবারে তাঁর জবাবে মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন সেনা প্রধান এবং প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাত্কারে ১৯৯৯-এ পাক হানাদারির পক্ষে সাফাই দিতে গিয়ে কার্গিল অভিযানকে পাক সেনাবাহিনীর বড়সর সাফল্য বলে দাবি করেছেন তিনি। মুশারফের দাবি, ‘তত্কালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মার্কিন যুক্তরাষ্টর সফরে না গেলে ভারত ভূখণ্ডে তিনশো বর্গমাইল দখল করতে পারত পাক সেনাবাহিনী।
কার্গিল যুদ্ধে মাত্র চার জন পাক জেনারেল ছাড়া গোটা সেনাবাহিনীকেই মুশারফ অন্ধকারে রেখেছিলেন বলে সম্প্রতি অভিযোগ তোলেন প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল শাহিদ আজিজ। টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে আজিজের বিরুদ্ধেও তাই ক্ষোভ উগরেছেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট.। শাহিদ আজিজকে ভারসাম্যহীন বলে মন্তব্য করেন তিনি। বলেন, কার্গিল অভিযান নিয়ে সকলে জানানোর কোনও প্রয়োজন ছিল না। এভাবে বিষয়টি খুঁচিয়ে তোলায় আজিজের বিরুদ্ধে ষড়যন্ত্রেরও অভিযোগ করেন পারভেজ মুশারফ।
প্রাথমিকভাবে কার্গিল যুদ্ধে মুজাহিদিনদের কথা বললেও সরাসরি পাক সেনার জড়িত থাকার কথা অস্বীকার করেছিল ইসলামাবাদ। কিন্তু পরে নিজের আত্মজীবনী `ইন দ্য লাইন অব ফায়ার`-এ পাক সেনার সরাসরি অংশগ্রহনের কথা স্বীকার করে নেন পারভেজ মুশারফ। এবারে নিয়ন্ত্রণ রেখায় পাক হানাদারির অভিযোগের মাঝেই ফের প্রাক্তন প্রেসিডেন্টের স্বীকারক্তি ইসলামাবাদের অস্বস্তি বাড়িয়ে দিল বলে মনে করছে কূটনৈতিক মহল।

.