করাচি স্টক এক্সচেঞ্জে ভয়ঙ্কর জঙ্গি হামলা; এখনও পর্যন্ত নিহত ১০, আহত বহু
পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে ৪ জঙ্গি
নিজস্ব প্রতিবেদন: ভয়ঙ্কর জঙ্গি হামলা পাকিস্তানে। এবারে একেবারে নিরাপত্তার মোড়া করাচি স্টক এক্সচেঞ্জে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওই হামলায় নিহত হয়েছেন ১০ জন। এদের মধ্যে ২ পুলিস কর্মীও রয়েছেন।
আরও পড়ুন-করোনা পরীক্ষার জন্য অ্যান্টিজেন টেস্ট আরও বাড়াতে চায় ICMR
Security forces kill all 4 terrorists who attacked Pakistan Stock Exchange in #Karachi: Pakistan media pic.twitter.com/Dgz8HGCmhp
— ANI (@ANI) June 29, 2020
সোমবার সকালে করাচি স্টক এক্সচেঞ্জে হামলা চালায় একদল জঙ্গি। ভবনের গেটে প্রথমে তারা গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। তারপর গুলি চালাতে চালাতে ভেতরে ঢুকে পড়ে। তাদের বাধা দেওয়ার সুযোগই পায়নি নিরাপত্তারক্ষীরা। এক্সচেঞ্জ ভবনের ভেতরে এখনও লুকিয়ে রয়েছে জঙ্গিরা। একচেঞ্জ ভবনে রয়েছে একাধিক বেসরকারি ব্য়াঙ্ক। ফলে অনেকেই আক্রান্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে।
পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে ৪ জঙ্গি। আহত বহু। করাচির পুলিস কমিশনার গুলাম নবি মেমন সংবাদসংস্থাকে জানিয়েছেন, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে।
আরও পড়ুন-মাত্র কদিন আগে বিয়ে, আত্মীয়ের বাড়ি গিয়ে স্ত্রীকে খুন করে চম্পট দিল স্বামী
পাক স্টক এক্সচেঞ্জের ডিরেক্টর ফারুক খান জানিয়েছেন, করোনা সতর্কতা থাকার দরুন অন্যান্য সময়ের তুলনায় এক্সচেঞ্জে লোকসংখ্যা কম ছিল। হামলাকারী জঙ্গিদের মধ্যে একজনই মূল ভবনে ঢুকতে পেরেছে। বাকিদের বাইরেই আটকে দেয় নিরাপত্তারক্ষীরা।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, হামলাকারী জঙ্গিদের প্রত্যেকের পিঠে ছিল ব্যাকপ্যাক, হাতে অত্যাধুনিক বন্দুক। ঘটনাস্থল থেকে এক ৪৭ রাইফেল, ম্যাগাজিন উদ্ধার হয়েছে।