Afghanistan Crisis: কাবুল থেকে উদ্ধার ৩০০ ভারতীয়, দেশে ফিরতে পারে আজই

কাবুলে আটকে পড়া ৮৭ জন ভারতীয় অবশেষে দেশে ফিরলেন।

Updated By: Aug 22, 2021, 09:07 AM IST
Afghanistan Crisis: কাবুল থেকে উদ্ধার ৩০০ ভারতীয়, দেশে ফিরতে পারে আজই

নিজস্ব প্রতিবেদন:  যেন প্রাণ ফিরে পেলেন। বিমানে উঠেই ভারতের জয়ধ্বনি দিয়ে উঠলেন আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়রা। কাবুলে আটকে পড়া ৮৭ জন ভারতীয় অবশেষে দেশে ফিরলেন। রবিবার এয়ার ইন্ডিয়ার বিশেষ দু'টি বিমান নয়া দিল্লিতে অবতরণ করেছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। সেই বিমানেই কাবুল থেকে দিল্লি পৌঁছেছেন নেপালের ২ জন নাগরিকও। 

তবে এখনও কাবুলে আটকে প্রায় হাজারের উপরে ভারতীয়। তাদের মধ্যে ৩০০ জনকে রবিবারই দেশে ফেরানো হতে পারে বলে খবর। আফগানিস্তান তাবিলানি দখলে চলে যাওয়ার পর থেকেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সেখানে। এমতাবস্থায় সেখানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে তৎপর দিল্লি। 

এমনকী ভারতে আসার বিমানে ওঠার পরই উচ্ছ্বসিত বিমানযাত্রীদের মুখে শোনা গেল ‘ভারত মাতা কি জয়’। রবিবার ১.২০ নাগাদ বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, ''আফগানিস্তান থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হচ্ছে! AI 1956 বিমান ৮৭ জন ভারতীয়কে নিয়ে তাজিকিস্তান থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়েছে। দুজন নেপালি নাগরিককেও সরিয়ে নিয়ে আসা হয়েছে।"

তবে কাবুলের ভারতীয় দূতাবাস জানিয়েছে, কাবুল থেকে দোহায় পাঠান ১৩৫ জন ভারতীয়কে। সেখান থেকেই ভারতে পাঠান হচ্ছে তাদের। প্রসঙ্গত, শনিবার দুপুরে জানা যায়, কাবুল বিমানবন্দরের সামনে গ্যারাজ থেকে ১৫০ জনকে বন্দি করে তালিবান (Taliban)। বন্দিদের মধ্যে বেশ কয়েকজন আফগান নাগরিক ও শিখ আফগান ছিলেন। তবে অধিকাংশই ভারতীয় (Indians)। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.