'ঘৃণ্যতম' অপরাধের ক্ষেত্রে ১৬ বছরেই প্রাপ্তবয়স্কদের সমান সাজা!

আইনে শাস্তির সুযোগ ছিল না। তাই নির্ভয়ার নাবালক ধর্ষকের মুক্তি রদের আবেদন খারিজ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। এরপরই জোরদার হয়েছে জুভেনাইল জাস্টিস আইনে পরিবর্তন আনার দাবি। রাজ্যসভায় জুভেনাইল জাস্টিস বিল নিয়ে আজ আলোচনা। তার আগে একবার দেখে নেওয়া যাক, দেশের জুভেনাইল জাস্টিস অ্যাক্টে কি বলছে।

Updated By: Dec 22, 2015, 10:31 AM IST
'ঘৃণ্যতম' অপরাধের ক্ষেত্রে ১৬ বছরেই প্রাপ্তবয়স্কদের সমান সাজা!

ওয়েব ডেস্ক: আইনে শাস্তির সুযোগ ছিল না। তাই নির্ভয়ার নাবালক ধর্ষকের মুক্তি রদের আবেদন খারিজ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। এরপরই জোরদার হয়েছে জুভেনাইল জাস্টিস আইনে পরিবর্তন আনার দাবি। রাজ্যসভায় জুভেনাইল জাস্টিস বিল নিয়ে আজ আলোচনা। তার আগে একবার দেখে নেওয়া যাক, দেশের জুভেনাইল জাস্টিস অ্যাক্টে কি বলছে।

যে কোনও অপরাধে  নাবালককে সর্বোচ্চ তিন বছর সংশোধনের জন্য আটকে রাখা যায়। তার বেশি শাস্তি নয়। সংশোধনীতে বলা হয়েছে -- 'ঘৃণ্যতম' অপরাধের ক্ষেত্রে ১৬ বছর বয়স থেকেই অপরাধীকে প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করে শাস্তি দেওয়া হবে।

এবার দেখে নেব বিশ্বের অন্যান্য রাষ্ট্রে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট কি বলছে।

আমেরিকা: যে কোনও ঘৃণ্য অপরাধে প্রাপ্তবয়স্কদের সমান সাজা। তবে অপরাধ যে সত্যিই 'ব্যতিক্রমী' এবং 'ঘৃণ্য' তার যথেষ্ট তথ্যপ্রমাণ চাই।

ফ্রান্স: বয়স ১৬-র বেশি হলে প্রাপ্তবয়স্কদের সমান শাস্তি। সেক্ষেত্রে অপরাধের মাত্রা বিচারককে ব্যাখ্যা করতে হবে।

ইংল্যান্ড: যৌন নিগ্রহ বা খুনের মতো অপরাধে প্রাপ্তবয়স্কদের সমান সাজা।

পাকিস্তান: ৭ বছর বয়স পেরোলেই প্রাপ্তবয়স্কের সাজা।

জাপান: বয়স ১৬ পেরোলেই প্রাপ্তবয়স্কদের সমান সাজা।

চিন: অপরাধ যদি 'ঘৃণ্য' হয়, তাহলে ১৪ বছর ও তার বেশি বয়সের নাবালকদের প্রাপ্তবয়স্কের সমান সাজা দেওয়া হবে।

বাংলাদেশ: বয়স ১৬ পেরোলেই প্রাপ্তবয়স্কের সাজা।

 

.