সোমবার আকাশে 'মিলে যাবে' বৃহস্পতি ও শুক্র
পরিষ্কার আকাশে খালি চোখেই দেখা যাবে এই দুর্লভ মহাজাগতিক দৃশ্য
নিজস্ব প্রতিবেদন : সোমবার আকাশে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা। আকাশের বুকে 'মিলে যাবে' বৃহস্পতি ও শুক্র। নক্ষত্রপ্রেমীদের কাছে এ এক দুর্লভ মুহূর্ত হতে চলেছে।
মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, সোমবার সূর্য ওঠার আগে দক্ষিণ-পূর্ব আকাশে কয়েক সেকেন্ডের ব্যবধানে একইসঙ্গে উদয় হবে বৃহস্পতি ও শুক্রের। এক সরলরেখায় অবস্থান করবে দুটি গ্রহ। দূর থেকে তাদের একসঙ্গে দেখে মনে হবে, যেন একটি বড় নক্ষত্র জ্বলজ্বল করছে। একঘণ্টা স্থায়ী হবে এই পরিস্থিতি। তারপর দিগন্তে ডুবে যাবে।
আরও পড়ুন, মত্ত কিশোরের অন্তর্বাস থেকে বেরিয়ে এল জ্যান্ত অজগর
পরিষ্কার আকাশে খালি চোখেই দেখা যাবে এই দৃশ্য। তবে ভারতবাসী এই দুর্লভ দৃশ্য চাক্ষুষ করা থেকে বঞ্চিত থাকবে। এই দৃশ্য সবচেয়ে ভালো দেখা যাবে ইংল্যান্ড থেকে।
উল্লেখ্য, সৌরজগতে এই দুই গ্রহের মধ্যে দূরত্ব ৪১ কোটি ৪০ লাখ মাইল।